ETV Bharat / bharat

শাহী বৈঠকে সোরেন ! বিজেপিতে যোগ নিশ্চিত প্রাক্তন মুখ্যমন্ত্রীর - Champai Soren To Join BJP

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2024, 8:23 AM IST

Updated : Aug 27, 2024, 8:37 AM IST

Former Jharkhand CM Champai Soren To Join BJP: হেমন্ত সোরেন জামিন পেয়ে ফিরে আসার পর মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে হয় চম্পাই সোরেনকে ৷ এরপর থেকেই চাপানউতোর চলছিল ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন তিনি জেএমএম ছাড়বেন ৷

Amit Shah and Champai Soren
নয়াদিল্লিতে অমিত শাহের সঙ্গে চম্পাই সোরেন (ছবি সৌজন্য: হিমন্ত বিশ্বশর্মার এক্স হ্যান্ডেল)

নয়াদিল্লি, 27 অগস্ট: দল যে ছাড়বেন, সেটা ঠিকই ছিল ৷ নিজের দল গড়বেন নাকি বিজেপিতে যাবেন, সেই নিয়ে জলঘোলা চলছিল ৷ তা স্পষ্ট হল সোমবার রাতে ৷ ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিজেপিতে নাম লেখানোর খবর প্রকাশ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ 30 অগস্ট ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা চম্পাই সোরেন আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেবেন, সোমবার রাতে এই বিষয়টি নিশ্চিত করেছেন হিমন্ত ৷

গতকাল চম্পাই সোরেন ও হিমন্ত বিশ্বশর্মাকে বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহের বাড়ি থেকে একসঙ্গে বেরতে দেখা যায় ৷ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, "কিছুক্ষণ আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দেশের স্বতন্ত্র আদিবাসী নেতা চম্পাই সোরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন ৷ 30 অগস্ট তিনি (চম্পাই সোরেন) রাঁচিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন ৷" এই সংক্রান্ত একটি ছবিও পোস্ট করেছেন হিমন্ত ৷ তাতে অমিত শাহের সঙ্গে চম্পাই সোরেন, হিমন্ত বিশ্বশর্মাকে একই ফ্রেমে দেখা যাচ্ছে ৷

এবছরের শেষে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন ৷ তার আগে জেএমএম নেতার গেরুয়া শিবিরে যোগ দেওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল ৷ এর নেপথ্যে রয়েছে হঠাৎ তাঁর মুখ্যমন্ত্রী পদ কেড়ে নেওয়া বলেও মত মহলের ৷

চলতি বছরের 31 জানুয়ারি রাতে জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হন ঝাড়খণ্ডের তৎকালীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৷ সেসময় তিনি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন ৷ পরে তাঁর জেল হেফাজত হয় ৷ এই অবস্থায় 2 ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন চম্পাই সোরেন ৷

এদিকে পাঁচ মাস জেলবন্দি থাকার পর 28 জুন হেমন্ত সোরেনের জামিন মঞ্জুর করে ঝাড়খণ্ড হাইকোর্ট ৷ জেল থেকে ফিরে এসে হেমন্ত তাঁর মুখ্যমন্ত্রী পদ ফিরে পেতে উদ্যোগী হন ৷ 3 জুলাই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দেন চম্পাই সোরেন ৷ 4 জুলাই ফের রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন হেমন্ত সোরেন ৷ আচমকা মুখ্যমন্ত্রীর পদ হারানোর ঘটনায় ক্ষুব্ধ হয়েছিলেন চম্পাই সোরেন ৷

অগস্ট মাসে তিনি জেএমএম ছেড়ে ঝাড়খণ্ডে নতুন রাজনৈতিক দল গড়বেন বলে ইঙ্গিত দিয়েছিলেন ৷ চম্পাই সোরেন বলেছিলেন, "আমি আদিবাসীদের, দুঃস্থ, পড়ুয়া এবং পিছিয়ে পড়া শ্রেণির মানুষের অধিকারের জন্য লড়াই করছি ৷ কোনও পদে থাকি বা না থাকি, সাধারণ মানুষ আমায় সবসময় পাবে ৷"

নয়াদিল্লি, 27 অগস্ট: দল যে ছাড়বেন, সেটা ঠিকই ছিল ৷ নিজের দল গড়বেন নাকি বিজেপিতে যাবেন, সেই নিয়ে জলঘোলা চলছিল ৷ তা স্পষ্ট হল সোমবার রাতে ৷ ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিজেপিতে নাম লেখানোর খবর প্রকাশ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ 30 অগস্ট ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা চম্পাই সোরেন আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেবেন, সোমবার রাতে এই বিষয়টি নিশ্চিত করেছেন হিমন্ত ৷

গতকাল চম্পাই সোরেন ও হিমন্ত বিশ্বশর্মাকে বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহের বাড়ি থেকে একসঙ্গে বেরতে দেখা যায় ৷ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, "কিছুক্ষণ আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দেশের স্বতন্ত্র আদিবাসী নেতা চম্পাই সোরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন ৷ 30 অগস্ট তিনি (চম্পাই সোরেন) রাঁচিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন ৷" এই সংক্রান্ত একটি ছবিও পোস্ট করেছেন হিমন্ত ৷ তাতে অমিত শাহের সঙ্গে চম্পাই সোরেন, হিমন্ত বিশ্বশর্মাকে একই ফ্রেমে দেখা যাচ্ছে ৷

এবছরের শেষে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন ৷ তার আগে জেএমএম নেতার গেরুয়া শিবিরে যোগ দেওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল ৷ এর নেপথ্যে রয়েছে হঠাৎ তাঁর মুখ্যমন্ত্রী পদ কেড়ে নেওয়া বলেও মত মহলের ৷

চলতি বছরের 31 জানুয়ারি রাতে জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হন ঝাড়খণ্ডের তৎকালীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৷ সেসময় তিনি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন ৷ পরে তাঁর জেল হেফাজত হয় ৷ এই অবস্থায় 2 ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন চম্পাই সোরেন ৷

এদিকে পাঁচ মাস জেলবন্দি থাকার পর 28 জুন হেমন্ত সোরেনের জামিন মঞ্জুর করে ঝাড়খণ্ড হাইকোর্ট ৷ জেল থেকে ফিরে এসে হেমন্ত তাঁর মুখ্যমন্ত্রী পদ ফিরে পেতে উদ্যোগী হন ৷ 3 জুলাই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দেন চম্পাই সোরেন ৷ 4 জুলাই ফের রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন হেমন্ত সোরেন ৷ আচমকা মুখ্যমন্ত্রীর পদ হারানোর ঘটনায় ক্ষুব্ধ হয়েছিলেন চম্পাই সোরেন ৷

অগস্ট মাসে তিনি জেএমএম ছেড়ে ঝাড়খণ্ডে নতুন রাজনৈতিক দল গড়বেন বলে ইঙ্গিত দিয়েছিলেন ৷ চম্পাই সোরেন বলেছিলেন, "আমি আদিবাসীদের, দুঃস্থ, পড়ুয়া এবং পিছিয়ে পড়া শ্রেণির মানুষের অধিকারের জন্য লড়াই করছি ৷ কোনও পদে থাকি বা না থাকি, সাধারণ মানুষ আমায় সবসময় পাবে ৷"

Last Updated : Aug 27, 2024, 8:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.