মাদুরাই, 10 এপ্রিল: ভয়াবহ পথ দুর্ঘটনা মাদুরাইয়ের তিরুমঙ্গলমে ৷ গাড়ির সঙ্গে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের 5 জনের ৷ মৃতদের মধ্যে রয়েছে এক শিশুও ৷ কাল্লিক্কুডি পুলিশ সূত্রের খবর, বুধবার সকালে থালাভাইপুরম থেকে গাড়ি করে পরিবার নিয়ে মাদুরাই ফিরছিলেন কানাগাভেল নামে এক ব্যক্তি ৷ মাদুরাইয়ের ভিল্লাপুরমের বাসিন্দা তিনি ৷ স্বপরিবারে মারিয়াম্মান মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ৷ গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী কৃষ্ণাকুমারি, ভাই নাগাজ্যোতি এবং একটি বাচ্চা ৷ থিরুমঙ্গলমের কাছে সিভারাকোট্টাই রাস্তা দিয়ে যাওয়ার সময় কানাগাভেলের গাড়ির সামনে একটি মোটরবাইক চলে আসে ৷
মোটরবাইকে করে সেই সময় রাস্তা পার করতে যাচ্ছিলেন স্তানুরের বাসিন্দা পান্ডি নামে এক ব্যক্তি ৷ পুলিশ জানিয়েছে, তিনি পেশায় একজন ফল ব্যবসায়ী ৷ পান্ডিকে বাঁচানোর চেষ্টায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন কানাগাভেলের গাড়ি চালক ৷ এরপর মোটরবাইকে লেগে সোজা রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় কানাগাভেল সহ তাঁর স্ত্রী, ভাই এবং বাচ্চার ৷ অপরদিকে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ফল ব্যবসায়ী পান্ডির ৷ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় কাল্লিক্কুডি পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করে তারা ৷
উল্লেখ্য, মঙ্গলবার এমনই এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে ত্রিপুর জেলার ভেল্লাকোভিলের কাছে ৷ তামিলনাড়ির একটি সরকারি বাসের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় একই পরিবারের 5 জনের ৷ মৃতদের মধ্যে একটি তিন মাস বয়সের একটি শিশুও ছিল বলে খবর ৷ জানা গিয়েছে, এদিন ত্রিপুরে তাঁদের 60 তম বিবাহবার্ষিকী উৎযাপন করতে গিয়েছিলেন চন্দ্রশেখর এবং চিত্রা নামে এক দম্পতি ৷ সঙ্গে ছিলেন তাঁদের ছোট ছেলে, বৌমা এবং নাতি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় সকলের ৷ এরপর ফের একই পরিবারের পাঁচ জনের প্রাণ গেল পথ দুর্ঘটনায়।
আরও পড়ুন: