ETV Bharat / bharat

আজকের দিনটি গুরুত্বপূর্ণ, ভোটের সূচি ঘোষণা দুপুরেই: রাজীব কুমার - Lok Sabha Elections 2024 schedule

Lok Sabha Elections 2024: লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হবে শনিবারই ৷ সোশাল মিডিয়ায় একটি পোস্টে বিষয়টি জানিয়েছে নির্বাচন কমিশন ৷ 2019 সালে 7 দফায় ভোট হয়েছিল ৷ এবার ক'দফায়, জানা যাবে আজই ৷

ETV Bharat
লোকসভা নির্বাচনের দিন ঘোষণা
author img

By PTI

Published : Mar 15, 2024, 12:42 PM IST

Updated : Mar 16, 2024, 11:24 AM IST

নয়াদিল্লি, 16 মার্চ: লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হবে আজই ৷ ভোটের সূচি ঘোষণার কয়েক ঘণ্টা আগে দিনটিকে গুরুত্বপূর্ণ বললেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার । শুক্রবার কমিশনের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়, 17 মার্চ নয়াদিল্লিতে বিজ্ঞান ভবনে দুপুর 3টে থেকে 2024 সালের লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৷ 18তম লোকসভা ভোটের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম, ওড়িশাতে বিধানসভা নির্বাচন হবে ৷ সেই দিনও ঘোষণা করবে নির্বাচন কমিশন ৷

এর আগে 2019 সালে দেশজুড়ে 7 দফায় লোকসভা নির্বাচন হয়েছিল ৷ 11 এপ্রিল থেকে ভোট শুরু হয়ে একমাসেরও বেশি সময় ধরে ভোট চলে 19 মে ভোটগ্রহণ পর্ব শেষ হয় ৷ ফল ঘোষণা হয়েছিল 23 মে ৷ পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশে সাত দফায় ভোট হয়েছিল ৷ এবার ক'দফায় লোকসভা নির্বাচন হবে, তা জানা যাবে আজ ৷ এর সঙ্গে উত্তরপূর্বের অরুণাচল প্রদেশ, দক্ষিণের অন্ধ্রপ্রদেশ, পূর্বে ওড়িশা এবং উত্তরে সিকিমে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ৷

ইতিমধ্যে দেশজুড়ে নির্বাচনী প্রচারে নেমেছে বিজেপি, কংগ্রেস-সহ অন্য় রাজনৈতিক দলগুলি ৷ মার্চের প্রথম দিকেই তিন-তিন বার রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরামবাগ, কৃষ্ণনগর, বারাসত, শিলিগুড়িতে চারটি সভা করেছেন ৷ তিনি রাজ্যবাসীর কাছে 42টি আসনেই পদ্ম ফোটার প্রতিশ্রুতি ৷ যদিও তাঁর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে বাংলার 35টি আসনকে টার্গেট করেছিলেন ৷ তবে প্রধানমন্ত্রী সেই সংখ্যা পেরিয়ে পশ্চিমবঙ্গের সব ক'টি লোকসভা আসনকেই নিশানা করেছেন ৷

নির্বাচনের দিন ঘোষণার আগেই ভারতীয় জনতা পার্টি দু'দফায় লোকসভার প্রার্থীতালিকা প্রকাশ করেছে ৷ এর মধ্যে বাংলার 20টি আসনে প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে ৷ কংগ্রেসও দু'দফায় দেশের একাধিক রাজ্যের প্রার্থীতালিকা প্রকাশ করেছে ৷ তবে তার মধ্যে পশ্চিমবঙ্গের কোনও উল্লেখ নেই ৷ এদিকে 10 মার্চ ব্রিগেডে জনগর্জন সভায় তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের 42টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছ ৷ শুক্রবার রাজ্য সিপিএম 42টির মধ্যে 16টি লোকসভা আসনে প্রার্থীদের নাম প্রকাশ করেছে ৷

এদিকে বৃহস্পতিবারই নির্বাচন কমিশনের আরও দুই কমিশনের নাম ঘোষণা হয়েছে ৷ শুক্রবার থেকে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জ্ঞানেশ কুমার এবং ডঃ সুখবীর সিং সান্ধু ৷ তারপরই একটি নোটিফিকেশনের মাধ্যমে এই লোকসভা নির্বাচনের দিন ঘোষণার কথা জানাল নির্বাচন কমিশন ৷

আরও পড়ুন:

  1. গোয়েলের ইস্তফা, পাণ্ডের অবসর; রাজীবের ডেপুটি নিয়োগ দিন কয়েকের মধ্যেই
  2. সুপ্রিম নির্দেশ মেনে তথ্য জমা দিল এসবিআই, প্রকাশ্যে আনবে নির্বাচন কমিশন
  3. দুয়ারে লোকসভা, আচমকা পদত্যাগ নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের! কারণ নিয়ে ধোঁয়াশা

নয়াদিল্লি, 16 মার্চ: লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হবে আজই ৷ ভোটের সূচি ঘোষণার কয়েক ঘণ্টা আগে দিনটিকে গুরুত্বপূর্ণ বললেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার । শুক্রবার কমিশনের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়, 17 মার্চ নয়াদিল্লিতে বিজ্ঞান ভবনে দুপুর 3টে থেকে 2024 সালের লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৷ 18তম লোকসভা ভোটের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম, ওড়িশাতে বিধানসভা নির্বাচন হবে ৷ সেই দিনও ঘোষণা করবে নির্বাচন কমিশন ৷

এর আগে 2019 সালে দেশজুড়ে 7 দফায় লোকসভা নির্বাচন হয়েছিল ৷ 11 এপ্রিল থেকে ভোট শুরু হয়ে একমাসেরও বেশি সময় ধরে ভোট চলে 19 মে ভোটগ্রহণ পর্ব শেষ হয় ৷ ফল ঘোষণা হয়েছিল 23 মে ৷ পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশে সাত দফায় ভোট হয়েছিল ৷ এবার ক'দফায় লোকসভা নির্বাচন হবে, তা জানা যাবে আজ ৷ এর সঙ্গে উত্তরপূর্বের অরুণাচল প্রদেশ, দক্ষিণের অন্ধ্রপ্রদেশ, পূর্বে ওড়িশা এবং উত্তরে সিকিমে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ৷

ইতিমধ্যে দেশজুড়ে নির্বাচনী প্রচারে নেমেছে বিজেপি, কংগ্রেস-সহ অন্য় রাজনৈতিক দলগুলি ৷ মার্চের প্রথম দিকেই তিন-তিন বার রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরামবাগ, কৃষ্ণনগর, বারাসত, শিলিগুড়িতে চারটি সভা করেছেন ৷ তিনি রাজ্যবাসীর কাছে 42টি আসনেই পদ্ম ফোটার প্রতিশ্রুতি ৷ যদিও তাঁর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে বাংলার 35টি আসনকে টার্গেট করেছিলেন ৷ তবে প্রধানমন্ত্রী সেই সংখ্যা পেরিয়ে পশ্চিমবঙ্গের সব ক'টি লোকসভা আসনকেই নিশানা করেছেন ৷

নির্বাচনের দিন ঘোষণার আগেই ভারতীয় জনতা পার্টি দু'দফায় লোকসভার প্রার্থীতালিকা প্রকাশ করেছে ৷ এর মধ্যে বাংলার 20টি আসনে প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে ৷ কংগ্রেসও দু'দফায় দেশের একাধিক রাজ্যের প্রার্থীতালিকা প্রকাশ করেছে ৷ তবে তার মধ্যে পশ্চিমবঙ্গের কোনও উল্লেখ নেই ৷ এদিকে 10 মার্চ ব্রিগেডে জনগর্জন সভায় তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের 42টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছ ৷ শুক্রবার রাজ্য সিপিএম 42টির মধ্যে 16টি লোকসভা আসনে প্রার্থীদের নাম প্রকাশ করেছে ৷

এদিকে বৃহস্পতিবারই নির্বাচন কমিশনের আরও দুই কমিশনের নাম ঘোষণা হয়েছে ৷ শুক্রবার থেকে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জ্ঞানেশ কুমার এবং ডঃ সুখবীর সিং সান্ধু ৷ তারপরই একটি নোটিফিকেশনের মাধ্যমে এই লোকসভা নির্বাচনের দিন ঘোষণার কথা জানাল নির্বাচন কমিশন ৷

আরও পড়ুন:

  1. গোয়েলের ইস্তফা, পাণ্ডের অবসর; রাজীবের ডেপুটি নিয়োগ দিন কয়েকের মধ্যেই
  2. সুপ্রিম নির্দেশ মেনে তথ্য জমা দিল এসবিআই, প্রকাশ্যে আনবে নির্বাচন কমিশন
  3. দুয়ারে লোকসভা, আচমকা পদত্যাগ নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের! কারণ নিয়ে ধোঁয়াশা
Last Updated : Mar 16, 2024, 11:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.