পটনা, 13 অক্টোবর: "রেল দুর্ঘটনা তো প্রায়ই হয় ৷" মাইসোর-দ্বারভাঙা বাগমতী এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে এমন মন্তব্য করে এবার সকলের রোষের মুখে কেন্দ্রীয় মৎস্য, পশুপালন এবং দুগ্ধ ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী ললন সিং ৷
শুক্রবার রাত সাড়ে 8টা নাগাদ চেন্নাইয়ের কাভারাইপেট্টাই রেল স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা এখটি মালগাড়িতে ধাক্কা মারে 12578 মাইসোর-দ্বারভাঙাগামী বাগমতী এক্সপ্রেস ৷ ঘটনায় লাইনচ্যুত হয়ে যায় এক্সপ্রেসের 12টি কোচ ৷ দুর্ঘটনার কারণে এসি কোচে আগুনও লেগে যায় ৷
সেই দুর্ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী ললন সিং জানান, ট্রেন দুর্ঘটনা বর্তমানে নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷ তাঁর কথায়, "রেল দুর্ঘটনা এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷ লোকেরা রেল লাইনের উপর জিনিসপত্র রেখে দিচ্ছে ৷ বেশ কিছু ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটানো হচ্ছে ৷" সমস্ত ঘটনা নিয়েই রেল মন্ত্রক তদন্ত করছে ৷ প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী তথা জেডি(ইউ) নেতা ৷
এদিকে তাঁর এই মন্তব্যের পরই আসরে নেমেছে কংগ্রেস ৷ কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করে বিরোধী দল ৷ কংগ্রেসের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ সেখানে লেখা, "দেশে প্রতিদিনই ঘটছে ট্রেন দুর্ঘটনা, মানুষ প্রাণ হারাচ্ছেন, মানুষ আহত হচ্ছেন । আর নরেন্দ্র মোদির সংবেদনশীল মন্ত্রীরা একে 'ছোট ঘটনা' বলে আখ্যা দিচ্ছেন । লজ্জাজনক !"
উল্লেখ্য, বাগমতী এক্সপ্রেস দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) ৷ ঘটনার সমস্ত দিকে খতিয়ে দেখতে এমন সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, দুর্ঘটনার কারণে এখনও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি ৷ তবে খুব দ্রুত সেই সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে দক্ষিণ রেল ৷