নয়াদিল্লি, 1 মার্চ: লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে রাতে বৈঠক করল বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি বা সিইসি ৷ বৃহস্পতিবার রাতে দিল্লিতে দলের সদর কার্যালয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মনে করা হচ্ছে, এপ্রিল বা মে মাসের প্রথম দিকেই লোকসভা ভোট হতে পারে ৷ তাই প্রার্থীদের প্রথম তালিকা নিয়ে জরুরি বৈঠক হয় এদিন ৷ ভারতীয় জনতা পার্টির সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিংদের মতো হেভিওয়েট নেতারাও হাজির ছিলেন এই বৈঠকে ৷ মনে করা হচ্ছে, আজই প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি ৷
রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, নির্বাচন কমিশনের ভোটের তারিখ ঘোষণার আগেই 543টি আসনের অনেকগুলির প্রার্থীর নাম ঘোষণা করবে গেরুয়া শিবির ৷ এই বৈঠকে বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্য়মন্ত্রী যেমন, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, গুজরাতের ভূপেন্দ্র প্যাটেল, মধ্যপ্রদেশের মোহন যাদব, ছত্তিশগড়ের বিষ্ণু দেও সাই, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামী, গোয়ার প্রমোদ সাওয়ান্ত উপস্থিত ছিলেন ৷ এছাড়া মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী দিয়া কুমারীও বৈঠকে যোগ দেন ৷
সূত্রের খবর, সম্প্রতি রাজ্যগুলিতে হওয়া বিধানসভা নির্বাচনের ফলাফল খতিয়ে দেখা হচ্ছে ৷ তার সঙ্গে গত লোকসভা নির্বাচনে যে আসনগুলিতে খারাপ ফল করেছিল বিজেপি, তাও পুনর্বিবেচনা করে নতুন প্রার্থী তালিকা তৈরি করছে গেরুয়া শিবির ৷ কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, ধর্মেন্দ্র প্রধান এবং মনসুখ মাণ্ডব্য এবার লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে সূত্রের খবর ৷ হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি নতুন মুখ দেখা যেতে পারে বিজেপির প্রার্থী তালিকায় ৷ সম্প্রতি রাজ্যগুলির মুখ্যমন্ত্রী নির্বাচনে ভারতীয় জনতা পার্টি নতুনদের সুযোগ দিয়েছে ৷ লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঠিক করতে দলের দুই শীর্ষ নেতা অমিত শাহ এবং জেপি নাড্ডা এর আগে বিজেপি নেতাদের নিয়ে একাধিক বৈঠক করেছেন ৷ (পিটিআই)
আরও পড়ুন: