নয়াদিল্লি, 15 নভেম্বর: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের 'বাটেঙ্গে তো কাটেঙ্গে' স্লোগান মহারাষ্ট্রের এনডিএ-র কাছে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। নির্বাচনের ঠিক আগে তা যে বিজেপি এবং তার শরিকদের জন্য অস্বস্তিকর তা আর বলে দিতে হয় না। রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার প্রকাশ্য সমাবেশ থেকে এই স্লোগানের বিরুদ্ধে মুখ খুলেছেন ৷ ঠিক সেখানে দাঁড়িয়ে যোগীর মন্তব্যের পক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন আরেক উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ৷
ফড়নবিশ জানান, অজিত পাওয়ারের জনসাধারণের মন বুঝতে সময় লাগবে ৷ কারণ তিনি দীর্ঘদিন ধরে হিন্দু বিরোধী আদর্শের সঙ্গে ছিলেন। ফড়নবিশের কথায়, "দশকের পর দশক ধরে অজিত পাওয়ার এমন মতাদর্শের সঙ্গে থেকেছেন যা হিন্দু বিরোধী। যাঁরা নিজেদের ধর্মনিরপেক্ষ বলেন কিন্তু তাঁরা প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষ নন। তিনি এমন লোকদের সঙ্গে থেকেছেন, যাঁদের কাছে ধর্মনিরপেক্ষতা মানে হিন্দুত্বের বিরোধিতা করা। প্রকৃত ধর্মনিরপেক্ষতা কী সেটা তাঁরা জানেনই না।”
তিনি আরও বলেন, "জনগণের মন বুঝতে তাঁর (অজিত পাওয়ার) কিছুটা সময় লাগবে। এই লোকেরা হয় জনগণের অনুভূতি বুঝতে পারেনি বা বক্তব্য বুঝতে পারেনি বা তাঁরা সম্ভবত অন্য কিছু বলতে চেয়েছিলেন ৷" ফড়নবিশ এও জানান, যোগী আদিত্যনাথের দেওয়া স্লোগানে কোনও ভুল ছিল না ৷ দেশের ইতিহাস যা ছিল সেটাই তিনি বলতে চেয়েছিলেন।
তাঁর কথায়, "আমি যোগীজির স্লোগানে কিছু ভুল দেখছি না। এ দেশের ইতিহাস দেখুন। যখনই এই দেশ জাতি, রাজ্য বা সমাজে বিভক্ত হয়েছে ঠিক তখনই দাসত্ব আমাদের গ্রাস করেছে। আর তাই মানুষও বিভক্ত হয়ে পড়েছে ৷" উপমুখ্যমন্ত্রী যাই বলুন না কেন মহারাষ্ট্র থেকে শুরু করে দেশের বিরোধী রাজনৈতিক শিবির এই স্লোগানের তীব্র নিন্দা করেছেন ।