রাজৌরি (জম্মু-কাশ্মীর), 9 সেপ্টেম্বর: উপত্যকায় সফল সেনা ৷ রাজৌরিতে জঙ্গিদের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর 2 জঙ্গিকে খতম করলেন জওয়ানরা ৷
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার রাতে রাজৌরি জেলার নউসেরার লাম সেক্টরে অভিযান চালান জওয়ানরা ৷ সেই সময়, নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় গতিবিধি লক্ষ্য করেন তাঁরা ৷ এরপর অনুপ্রবেশ আটকাতে এলাকায় উপস্থিত জঙ্গিদের লক্ষ্য় করে গুলি চালান জওয়ানরা ৷ পাল্টা হামলা করে জঙ্গিরাও ৷ অবশেষে দু'পক্ষের মধ্যে দীর্ঘ গুলির লড়াইয়ে মৃত্যু হয় দুই জঙ্গির ৷ সোমবার সকালে অভিযানের বিষয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জম্মুতে স্থিত হোয়াইট নাইট কর্পস্ ৷
সূত্রের খবর, রবিবার রাত থেকেই সম্পূর্ণ এলাকাটিকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় ৷ সেই সঙ্গে, লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে চলে চিরুনি তল্লাশি ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে ৷ মৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সেনা ৷
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে জম্মুতে জঙ্গি কার্যকলাপের মাত্রা খানিক বেড়েছে ৷ কেন্দ্রবিন্দুতে রয়েছে পীর পাঞ্জাল রেঞ্জ ৷ সূত্রের খবর, এই রেঞ্জে প্রায় সেনা-জঙ্গি এনকাউন্টারের ঘটনা ঘটেছে ৷ শহিদ হয়েছেন বেশ কয়েকজন সেনা জওয়ানও ৷ গোয়েন্দা সংস্থাগুলির মতে, নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারির কারণে জঙ্গিরা কাশ্মীর থেকে জম্মুর বনাঞ্চলে স্থানান্তরিত হয়েছে ৷ মূলত রাজৌরি, পুঞ্চ, ডোডা, কিশতওয়ার এবং কাঠুয়া, গা ঢাকা দেওয়ার জন্য এই এলাকাগুলি বেছে নিয়েছে তারা ৷ 370 ধারা বাতিলের পর কাশ্মীর উপত্যকায় একটি বড় ক্র্যাকডাউন শুরু হয় ৷ কাশ্মীর উপত্যকার তুলনায়, সেনাবাহিনীর জওয়ানরা জম্মুতে জঙ্গিদের অতর্কিত হামলার শিকার হচ্ছেন ৷
উল্লেখ্য, কয়েকদিন আগেই রাজৌরি জেলার খাওয়াস তহসিলের লাঠি-দরদিয়া এলাকায় সেনা-জঙ্গির গুলির লড়াই হয় ৷ সেই ঘটনায় অবশ্য কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷