নয়াদিল্লি, 15 মার্চ: সন্দেশখালিকাণ্ডে নির্যাতিতাদের একটি প্রতিনিধি দল আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন ৷ পাঁচ মহিলার-সহ শেখ শাহজাহান বাহিনীর অত্যাচারের শিকার মোট 11 জন আজ রাষ্ট্রপতির কাছে নিজেদের দুর্দশার কথা তুলে ধরলেন ৷ এই সংক্রান্ত একটি স্মারকলিপিও রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন সন্দেশখালির ভুক্তভোগীরা ৷
আজ তফসিলি জাতি ও উপজাতি সাপোর্ট অ্যান্ড রিসার্চ বিভাগের অধিকর্তা ড. পার্থ বিশ্বাস সন্দেশখালিকাণ্ডে আক্রান্ত 11 জনকে নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে যান ৷ সেই এগারো জনের দলে পাঁচজন নির্যাতিতা মহিলা ছিলেন ৷ পার্থ বিশ্বাস জানান, "সন্দেশখালির ঘটনা নিয়ে আজ সেখানকার নির্যাতিতরা ভারতের মাননীয় রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিলেন ৷ রাষ্ট্রপতি সহানুভূতির সঙ্গে তাঁদের সমস্ত দুঃখ, অভিযোগ ও অত্যাচারের কাহিনী শুনেছেন ৷ যা শুনে তিনি খুবই মর্মাহত হয়েছেন ৷ ওই ঘটনায় আক্রান্তদের মধ্যে 11 জন এখানে আজ এসেছেন ৷ তাঁদের মধ্যে 5 মহিলা এবং 6 পুরুষ রয়েছেন ৷"
উল্লেখ্য, শেখ শাহজাহান এবং তাঁর বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে গত 7 ফেব্রুয়ারি থেকে উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালি ৷ মাঝে গত দু’মাসে দফায় দফায় 144 ধারা আরোপ করেছে প্রশাসন ৷ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে মহিলাদের উপর নির্যাতন, ধর্ষণ, গ্রামবাসীদের জমি দখল করে ভেড়ি তৈরি-সহ নানান অত্যাচারের অভিযোগ উঠে এসেছে ৷ দীর্ঘ 55 দিন গা-ঢাকা দিয়ে থাকার পর, সিআইডি-র হাতে গ্রেফতারও হন শেখ শাহজাহান ৷ পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে শেখ শাহজাহান-সহ সব মামলা সিবিআইয়ের হাতে তুলে দেয় রাজ্য পুলিশ ৷
অবশ্য তার আগে জাতীয় তফসিলি জাতি ও উপজাতি কমিশন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল সন্দেশখালি গিয়েছিল ৷ তারা দিল্লি ফিরে রাষ্ট্রপতিকে এনিয়ে রিপোর্ট দিয়েছিলেন ৷ এমনকি বিরোধী দলগুলির সন্দেশখালি যাওয়া নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধ্বস্তির ঘটনাও ঘটে ৷
আরও পড়ুন: