Youth Arrests with Firearm : আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে গ্রেফতার যুবক - ভাঙড়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার
🎬 Watch Now: Feature Video
আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে পুলিশের জালে ধরা পড়লেন এক যুবক (Youth Arrest with Firearm) ৷ দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানা (Bhangar Police Station) এলাকার মিলন বাজারের ঘটনা ৷ ধৃতের নাম আজিজুল সর্দার ৷ তাঁর কাছ থেকে একটি ওয়ান শটার এবং দু’টি কার্তুজ উদ্ধার করা হয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজিজুলের বাবা আমিরউদ্দিন সর্দারের নিকারিঘাটা এলাকায় একটি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা ছিল ৷ বর্তমানে অবশ্য সেটি বন্ধ ৷ সেক্ষেত্রে আজিজুল কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেলেন, তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ কাকে ওই যুবক ওয়ান শটারটি বিক্রি করতে এসেছিলেন, তাও জানার চেষ্টা করা হচ্ছে ৷