বিকাশ দুবেকে নিয়ে শিবাদাশন দাশুর দাবিকে কটাক্ষ নরোত্তমের
🎬 Watch Now: Feature Video
এনকাউন্টারে মারা যাওয়া দুষ্কৃতী বিকাশ দুবে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের আত্মীয় ছিল । এমনই দাবি করলেন তৃণমূলের পশ্চিম বর্ধমানের কোর্ডিনেটর ভি শিবদাশন দাশু । তাই নয় তাঁর দাবি বিকাশ দুবেকে আশ্রয় দিয়েছিলেন এই নরোত্তম মিশ্র । পাল্টা উত্তর নরোত্তম মিশ্রের । তিনি বললেন "যদি আমি বিকাশকে আশ্রয় দিলাম তাহলে সে পুলিশ থানায় কী করে গেল? আমিই তো ওকে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম । তৃণমূলের কাছে কোনও ইস্যু নেই । তাই এরকম অসংবিধানিক কথাবার্তা বলছে ।’’