কোরোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই রাজ্যে সোয়াইন ফ্লু'তে আক্রান্ত 2 - ID&BG Hospital
🎬 Watch Now: Feature Video
নভেল কোরোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই সোয়াইন ফ্লু আক্রান্ত দুই রোগী । তাদের মধ্যে একজন তিন মাসের শিশু ও অন্যজন মহিলা (59) । তাদের চিকিৎসা চলছে কলকাতার ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালে । ওই শিশুটিকে আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয়েছে । তার অবস্থা আশঙ্কাজনক । অন্যদিকে, মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ।