Kakoli Ghosh Dastidar : ব্যস্ততা ভুলে বাড়ির পুজোয় মাতলেন তৃণমূল সাংসদ কাকলি - kakoli ghosh dastidar busy in family pujo
🎬 Watch Now: Feature Video
"দুধের সঙ্গে চাল ফুটিয়ে 'চরু' তৈরি করে মায়ের কাছে নিবেদন করাই এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য। করোনা আবহে পুজো হওয়ায় বাড়ির পুজোর সঙ্গে যুক্ত পুরোহিত, ঢাকি সহ সকলের কোভিড পরীক্ষা হয়েছে নিয়ম মেনে। করোনা বিধি মেনেই এই পুজোয় সামিল হচ্ছেন সকলে।" মধ্যমগ্রামের বাড়ির পুজোয় ইটিভি ভারতের মুখোমুখি হয়ে এমনই জানালেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার । পুজোর আচার, রীতিনীতি সবকিছুই একা হাতে সামলাচ্ছেন তিনি। ব্যস্ততা ভুলে পুজোর চারটে দিন মধ্যমগ্রামের বাড়িতেই থাকেন তৃণমূল সাংসদ। সপ্তমীর সকালেও কাকলি ঘোষ দস্তিদারকে দেখা গেল পুজোর আনুষাঙ্গিক কাজে ব্যস্ত থাকতে।