তেল আবিব, 14 জানুয়ারি: দীর্ঘদিন ধরে মধ্য়স্থতাকারী হিসেবে ইজরায়েল-হামাস যুদ্ধে ইতি টানতে চাইছে কাতার, মিশর ও আমেরিকা ৷ বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনাও হয়েছে ৷ অবশেষে, মিলল সবুজ সংকেত ৷ যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের 33 জন বন্দিকে মুক্তি দিতে চলেছে হামাস ৷ ইজরায়েলের দুই শীর্ষ আধিকারিকের উক্তি উদ্ধৃত করে এমনটাই খবর সিএনএন সূত্রে ৷ তালিকায় কয়েকজন মৃত বন্দিও রয়েছেন বলে জানা গিয়েছে ৷
দুই পক্ষের মধ্য়ে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার উদ্দেশ্যে দোহায় বৈঠকে বসেন কাতার, মিশর, ইজরায়েল, হামাস ও আমেরিকার কূটনীতিকরা ৷ বৈঠকে উপস্থিক এক কূটনীতিক জানান, 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখনও পর্যন্ত বন্দি হিসাবে 94 জনকে নিজেদের কাছে রেখেছে হামাস ৷ তাদের মধ্যে 34 জনের মৃত্যু হয়েছে বলে অনুমান ৷
তবে এবার বন্দিদের ফেরাতে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ৷ সেই কারণে, দ্রুত যুদ্ধবিরতি চূড়ান্ত চুক্তি সাক্ষর করতে চাইছে দুই পক্ষ ৷ উল্লেখ্য, এর আগেও একবার যুদ্ধবিরতি ঘোষণা করা হয় ৷ তবে সেই চুক্তি লঙ্ঘন করে ফের একে অপরের দিকে হামলা চালায় ইজরায়েল ও হামাস ৷
সিএনএন-এর খবর অনুযায়ী, দোহার আলোচনায় বেশ কিছু প্রস্তাব পেশ করা হয় ৷ সেই প্রস্তাবে, মিশর-গাজা সীমান্তে অবস্থিত ফিলাডেলফি করিডরে সেনা মোতায়েনের কথা জানিয়েছে ইজরায়েল ৷ তবে 'বাফার জোন' নিয়ে দুই পক্ষের মধ্য়ে মতবিরোধ শুরু হয় ৷ ইজরায়েল জানায়, গাজার সীমান্ত থেকে 2000 মিটারের মধ্য়ে পর্যন্ত এলাকা 'বাফার জোন' হিসেবে চিহ্নিত করতে চান তারা ৷ তবে হামাসের দাবি, এই দূরত্ব 300 মিটার থেকে 500 মিটারের মধ্যে করা হোক ৷ সেই সঙ্গে, পর্যাপ্ত নিরাপত্তা-সহ উত্তর গাজার বাসিন্দাদের ফেরানোর অনুমতি দেওয়া হবে ইজরায়েলের তরফে ৷ তবে ইজরায়েলিদের মৃত্যুর সঙ্গে প্যালেস্তিনিয়দের ওয়েস্ট ব্যাঙ্কে ফেরানো হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে নেতানিয়াহুর সরকারের তরফে ৷
প্রসঙ্গত, গত রবিবার দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক সারেন ইজরায়েলের মোসাদের ডিরেক্টর ডেভিড বার্নিয়া ৷ সূত্রের খবর, সেই বৈঠকে যুদ্ধবিরতি চুক্তি সাক্ষর প্রসঙ্গে আলোচনা হয় ৷ তারপরই বন্দিদের মুক্তি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয় হামাস ৷
সিএনএন-এর খবর অনুযায়ী, এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে প্রায় 1 হাজার 200 জনের মৃত্যু হয়েছে ৷ বন্দি হয়ে রয়েছেন প্রায় 250 জন ৷ অন্যদিকে প্যালেস্তাইন স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইজরায়েলি হানায় প্রায় 46 হাজার 565 জনের মৃত্যু হয়েছে ৷ সেই সঙ্গে, 10 হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন ৷