Jagaddal Road Blocked: নিরাপত্তা চেয়ে জগদ্দলে পথ অবরোধ ব্যবসায়ীদের - Traders Blocked Road in Jagaddal seeking safety
🎬 Watch Now: Feature Video
সম্প্রতি জগদ্দলে রিজওয়ান আলি নামে এক যুবককে খুন করে দুষ্কৃতীরা ৷ এরপর থেকেই উত্তপ্ত গোটা এলাকা ৷ সেই কারণে নিরাপত্তা চেয়ে পথ ঘোষপাড়া রোড অবরোধ করল স্থানীয় ব্যবসায়ীরা (Jagaddal Road Blocked) ৷ তাঁদের অভিযোগ, ব্যবসায়ীদের বাড়িতে বোমা মারা হচ্ছে ৷ অস্ত্র দেখিয়ে কেউ কেউ ভয় দেখিয়ে যাচ্ছে, যাতে দোকান বন্ধ করে দেওয়া হয় ৷ পুলিশেরও ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে ৷ ঘটনাস্থলে কমিশনার অজয় ঠাকুর এসে ব্যবসায়ীদের নিরাপত্তার আশ্বাস দেন ৷ সাংসদ অর্জুন সিং ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের অনুরোধ করেন দোকান খোলার জন্য ।
TAGGED:
Jagaddal Road Blocked