ETV Bharat / entertainment

ছ'বার এলোপাথাড়ি ছুরির কোপ সইফ আলিকে, আটক 3 - SAIF ALI KHAN STABBING CASE

সইফ আলি খানের উপর হামলার ঘটনায় মুম্বই পুলিশ 3জনকে আটক করেছে ৷ লীলাবতী হাসপাতালের তরফে অভিনেতার স্বাস্থ্য নিয়ে বিবৃতি প্রকাশ ৷

Saif Ali Khan
ছ'বার এলোপাথাড়ি ছুরির কোপ সইফ আলিকে (আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 16, 2025, 10:24 AM IST

হায়দরাবাদ, 16 জানুয়ারি: ছ'বার ছুরির কোপ ৷ যার মধ্যে একটা শিরদাঁড়ার ভীষণ কাছে ছিল ৷ অভিনেতা সইফ আলি খানের উপর হামলা ৷ কেমন আছেন অভিনেতা ? স্বাস্থ্য নিয়ে বিবৃতি প্রকাশ লীলাবতী হাসপাতালের ৷

অন্যদিকে সইফ আলি খানকে হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে মুম্বই পুলিশ ৷ বলিউড অভিনেতার বাড়িতেই এই তিনজন কাজ করেন বলে জানা গিয়েছে ৷ তিন সন্দেহকারীকে নিয়ে যাওয়া হয়েছে থানায় ৷ সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর ৷

অভিনেতার স্বাস্থ্য নিয়ে হাসপাতালে তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ লীলাবতী হাসপাতালের সিওও চিকিৎসক নীরজ উত্তামানি জানিয়েছেন, "সইফের উপর অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তি হামলা চালান ৷ তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে ভোর রাত 3.30 মিনিটে ৷" অভিনেতার উপর ছয়বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে ৷ যার মধ্যে দুটি কোপ গভীর ৷

চিকিৎসক জানিয়েছেন, "এলোপাথাড়ি ছুরি চালিয়েছে দুষ্কৃতি ৷ হাতের পাশাপাশি পিঠেও ছুরি দিয়ে আঘাত করা হয়েছে ৷ যার মধ্যে একটা শিরদাঁড়ার ভীষণ কাছে ছিল ৷ অভিনেতার অস্ত্রোপচারের জন্য বিশেষ টিম তৈরি হয়েছে ৷ যার মধ্যে রয়েছেন লিউরো সার্জন চিকিৎসক নীতিন ডাঙ্গে, কসমেটিক সার্জন লীলা জৈন, অ্যানেস্থেসিওলজিস্ট নিশা গান্ধি ৷"

অন্যদিকে বুধবার ভোর রাতে সইফ আলি খানের বাড়িতে ঢুকে কেউ তাঁর উপর হামলা চালায় ৷ ডাকাতির ছক বলেই প্রাথমিক অনুমান করা হয়েছে ৷ বর্তমানে অভিনেতা হাসপাতালে চিকিৎসাধীন ৷ অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে বান্দ্রা পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে ৷

অভিনেতার তরফে তাঁর পিআর টিম এক বিবৃতি প্রকাশ করেছে ৷ পাশাপাশি করিনা কাপুর খানের তরফে তাঁর টিম বিবৃতি প্রকাশ করেছে ৷ অভিনেতার উপর আক্রমণের ঘটনায় শঙ্কা প্রকাশ করেছেন অভিনেত্রী পূজা ভাট ৷ তিনি মুম্বই পুলিশকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন ৷ তিনি জানান, তিনি শহরে নিরাপত্তাহীনতায় ভুগছেন ৷ বান্দ্রায় আরও পুলিশ মোতায়েন করা উচিত ৷

হায়দরাবাদ, 16 জানুয়ারি: ছ'বার ছুরির কোপ ৷ যার মধ্যে একটা শিরদাঁড়ার ভীষণ কাছে ছিল ৷ অভিনেতা সইফ আলি খানের উপর হামলা ৷ কেমন আছেন অভিনেতা ? স্বাস্থ্য নিয়ে বিবৃতি প্রকাশ লীলাবতী হাসপাতালের ৷

অন্যদিকে সইফ আলি খানকে হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে মুম্বই পুলিশ ৷ বলিউড অভিনেতার বাড়িতেই এই তিনজন কাজ করেন বলে জানা গিয়েছে ৷ তিন সন্দেহকারীকে নিয়ে যাওয়া হয়েছে থানায় ৷ সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর ৷

অভিনেতার স্বাস্থ্য নিয়ে হাসপাতালে তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ লীলাবতী হাসপাতালের সিওও চিকিৎসক নীরজ উত্তামানি জানিয়েছেন, "সইফের উপর অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তি হামলা চালান ৷ তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে ভোর রাত 3.30 মিনিটে ৷" অভিনেতার উপর ছয়বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে ৷ যার মধ্যে দুটি কোপ গভীর ৷

চিকিৎসক জানিয়েছেন, "এলোপাথাড়ি ছুরি চালিয়েছে দুষ্কৃতি ৷ হাতের পাশাপাশি পিঠেও ছুরি দিয়ে আঘাত করা হয়েছে ৷ যার মধ্যে একটা শিরদাঁড়ার ভীষণ কাছে ছিল ৷ অভিনেতার অস্ত্রোপচারের জন্য বিশেষ টিম তৈরি হয়েছে ৷ যার মধ্যে রয়েছেন লিউরো সার্জন চিকিৎসক নীতিন ডাঙ্গে, কসমেটিক সার্জন লীলা জৈন, অ্যানেস্থেসিওলজিস্ট নিশা গান্ধি ৷"

অন্যদিকে বুধবার ভোর রাতে সইফ আলি খানের বাড়িতে ঢুকে কেউ তাঁর উপর হামলা চালায় ৷ ডাকাতির ছক বলেই প্রাথমিক অনুমান করা হয়েছে ৷ বর্তমানে অভিনেতা হাসপাতালে চিকিৎসাধীন ৷ অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে বান্দ্রা পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে ৷

অভিনেতার তরফে তাঁর পিআর টিম এক বিবৃতি প্রকাশ করেছে ৷ পাশাপাশি করিনা কাপুর খানের তরফে তাঁর টিম বিবৃতি প্রকাশ করেছে ৷ অভিনেতার উপর আক্রমণের ঘটনায় শঙ্কা প্রকাশ করেছেন অভিনেত্রী পূজা ভাট ৷ তিনি মুম্বই পুলিশকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন ৷ তিনি জানান, তিনি শহরে নিরাপত্তাহীনতায় ভুগছেন ৷ বান্দ্রায় আরও পুলিশ মোতায়েন করা উচিত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.