হায়দরাবাদ, 16 জানুয়ারি: শেষ হয়েছে অস্ত্রোপচার ৷ গুরুতর আহত অভিনেতা সইফ আলি খান এখন কেমন আছেন তাঁর পিআর টিমের তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷
ভোর রাত সাড়ে তিনটে নাগাদ লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল গুরুতর আহত সইফ আলি খানকে ৷ দ্রুততার সঙ্গে তাঁর অস্ত্রোপচার শুরু হয় ৷ টিমের তরফে জানানো হয়েছে, "সইফ আলি খানের সার্জারি শেষ হয়েছে ৷ এখন তিনি বিপদমুক্ত ৷ সুস্থতার দিকে এগোচ্ছেন অভিনেতা ৷ চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন ৷ পরিবারের বাকি সদস্যরা নিরাপদে রয়েছেন ৷ পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ ৷"
বিবৃতিতে আরও বলা হয়, "আমরা চিকিৎসক নীরাজ উত্তমানিকে, নীতিন ডাঙ্গে, লীনা জৈন ও লীলাবতী হাসপাতালের টিমকে ধন্যবাদ জানাতে চাই ৷ ধন্যবাদ জানাতে চাই অভিনেতার অনুরাগী ও শুভাকাঙ্খীদের ৷ কঠিন সময়ে পাশে থাকার জন্য ধন্যবাদ ৷"
প্রাথমিক তদন্তে অনুমান, চুরি বা ডাকাতির ছকেই বাড়িতে প্রবেশ করে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ৷ বাড়িতে পরিচারকের সঙ্গে বচসার আওয়াজ পান সইফ ৷ এরপর তিনি সেখানে গেলে হাতাহাতি হয় ওই ব্যক্তির সঙ্গে ৷ এরপরেই ছুরি দিয়ে হামলা চালানো হয় অভিনেতার ওপর ৷ ছয়বার এলোপাথাড়ি ছুরি চালায় ওই ব্যক্তি ৷ যার মধ্যে দুটো ক্ষত গভীর ছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন ৷
ঘটনার সময় করিনা কাপুর খানও বাড়িতে ছিলেন বলে জানা গিয়েছে ৷ হই হট্টগোলের আওয়াজে ঘুম ভেঙে যায় অভিনেতার ৷ তারপরেই তিনি বাড়ির পরিচারকের আওয়াজ শুনে এগিয়ে যান ৷ মুম্বই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ ৷ তিনজনকে আটক করা হয়েছে ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গিয়েছে ৷