ETV Bharat / technology

মজাদার হোয়াটসঅ্যাপ, যোগ হল 30টি ফিল্টার - WHATSAPP ADDS IMESSAGE

হোয়াটসঅ্যাপ নিয়ে এল এক নয় একাধিক নতুন ফিচার । চ্যাটিংয়ের সময়ে সরাসরি যোগ করা যাবে পছন্দের অ্যাফেক্ট ৷

WhatsApp new features
হোয়াটসঅ্যাপ চ্যাটে সরাসরি স্টিকার প্যাক শেয়ার করা যাবে (ছবি WhatsApp)
author img

By ETV Bharat Tech Team

Published : Jan 16, 2025, 12:54 PM IST

হায়দরাবাদ: মেটার মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার এবার আরও মজাদার ৷ সদ্য এতে যোগ হয়েছে বেশ কয়েকটি নতুন ফিচার ৷ ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতার সন্মুখীন করবে এই ফিচার ৷ ব্যবহারকারীদের অ্যাপের মাধ্যমে মজাদার অভিজ্ঞতা দিতেই নতুন ফিচার এসেছে হোয়াটসঅ্যাপে ৷ অ্যাপটির ডিজাইনেও বেশ কিছু পরিবর্তন হয়েছে ৷

হোয়াটসঅ্যাপ চ্যাটে ভিডিয়ো এবং ফটো এডিট করার জন্য 30টি ভিজ্যুয়াল এফেক্ট যোগ করা হয়েছে ৷ পাশাপাশি হোয়াটসঅ্যাপের রিঅ্যাকশন ইমোজিও আপডেট করা হয়েছে ৷ এবার জেনে নেওয়া যাক এই নতুন ফিচার ব্যবহারকারীরা কীভাবে ব্যবহার করবেন ৷

লোকেশন শেয়ার করলে ট্র্যাকিংয়ের শিকার! কারা করছে তা জানতে পারবে

  • ক্যামেরা অ্যাফেক্ট: গত বছরের অক্টোবরে হোয়াটসঅ্যাপে যোগ হয়েছে নতুন ফিল্টার, ব্যাকগ্রাউন্ড, ভিডিয়ো কল অ্যাফেক্ট ৷ নতুন ফিচারে এই বৈশিষ্ট্য হোয়াটসঅ্যাপ ক্যামেরায় তোলা ছবি এবং ভিডিয়োর ক্ষেত্রেও পাওয়া যাবে ৷ এবার হোয়াটসঅ্যাপে যোগ হয়েছে 30টি ফিল্টার ৷ যা ব্য়াকগ্রাউন্ড এফেক্ট থেকে শুরু করে চ্যাটবক্সে ফিল্টার যোগ করার সুবিধা দেবে, সরাসরি ভিডিয়ো কলের সময়ও এই সুবিধা পাবেন ব্যাবহারকারীরা ৷
  • সেলফি স্টিকার: হোয়াটসঅ্যাপ ইন-অ্যাপ ক্যামেরা অপশনে এবার সেলফি স্টিকার ব্যবহার করা যাবে ৷ সরাসরি হোয়াটসঅ্যাপের ক্যামেরায় তোলা যেকোনও ছবিকে স্টিকার হিসেবে ব্যবহার করা যাবে ৷ নতুন স্টিকার যোগ করতে, ব্যবহারকারীকে প্রথমে স্টিকার ট্যাবে যেতে হবে। তারপর 'ক্রিয়েট স্টিকার' অপশন সিলেক্ট করতে হবে । হোয়াটসঅ্যাপে ক্যামেরার মাধ্যমে তোলা সেলফিকেও স্টিকারে পরিণত করা যাবে । এই বৈশিষ্ট্যটি ইতিমধ্যেই অ্যান্ড্রয়েডে পাওয়া যাচ্ছে ৷ আশা করা হচ্ছে শীঘ্রই iOS ব্যবহারকারীরা এটির সুবিধা পাবেন ৷
  • স্টিকার প্যাক শেয়ারিং: এবার হোয়াটসঅ্যাপেও স্টিকার প্যাক শেয়ার করা যাবে । সরাসরি চ্যাটবক্স থেকে এটি শেয়ার করতে পারবেন ।
  • দ্রুত প্রতিক্রিয়া: আপনার যেকোনও মেসেজে প্রতিক্রিয়া জানানো আরও সহজ হবে । আপনি কোনও মেসেজে ডবল-ট্যাপ করে উত্তর দিতে পারবেন যে সহজেই ৷

2024 গত বছর অর্থাৎ 2024-এর ডিসেম্বরে, WhatsApp কলিং ও ভিডিয়ো কলিং ফিচারে আপডেট করেছে ৷ iPhone, Android এবং ওয়েব অ্যাপের মধ্যে কলিং পদ্ধতির উন্নতি করেছে । এটি ভিডিয়ো কলে একাধিক ফিচার অ্যাড করা যায় ৷ কল করার নতুন উপায়, একটি গ্রুপ কলের ক্ষেত্রেও বেশ কিছু ফিচার যোগ হয়েছে ৷ IOS এ বং অ্যান্ড্রয়েড উভয় ব্যবহারকারীরা এটির সুবিধা পাবেন ৷

250 টাকার কম রিচার্জেও প্রতিদিন 1 জিবি ডেটা পাওয়া যায়

হায়দরাবাদ: মেটার মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার এবার আরও মজাদার ৷ সদ্য এতে যোগ হয়েছে বেশ কয়েকটি নতুন ফিচার ৷ ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতার সন্মুখীন করবে এই ফিচার ৷ ব্যবহারকারীদের অ্যাপের মাধ্যমে মজাদার অভিজ্ঞতা দিতেই নতুন ফিচার এসেছে হোয়াটসঅ্যাপে ৷ অ্যাপটির ডিজাইনেও বেশ কিছু পরিবর্তন হয়েছে ৷

হোয়াটসঅ্যাপ চ্যাটে ভিডিয়ো এবং ফটো এডিট করার জন্য 30টি ভিজ্যুয়াল এফেক্ট যোগ করা হয়েছে ৷ পাশাপাশি হোয়াটসঅ্যাপের রিঅ্যাকশন ইমোজিও আপডেট করা হয়েছে ৷ এবার জেনে নেওয়া যাক এই নতুন ফিচার ব্যবহারকারীরা কীভাবে ব্যবহার করবেন ৷

লোকেশন শেয়ার করলে ট্র্যাকিংয়ের শিকার! কারা করছে তা জানতে পারবে

  • ক্যামেরা অ্যাফেক্ট: গত বছরের অক্টোবরে হোয়াটসঅ্যাপে যোগ হয়েছে নতুন ফিল্টার, ব্যাকগ্রাউন্ড, ভিডিয়ো কল অ্যাফেক্ট ৷ নতুন ফিচারে এই বৈশিষ্ট্য হোয়াটসঅ্যাপ ক্যামেরায় তোলা ছবি এবং ভিডিয়োর ক্ষেত্রেও পাওয়া যাবে ৷ এবার হোয়াটসঅ্যাপে যোগ হয়েছে 30টি ফিল্টার ৷ যা ব্য়াকগ্রাউন্ড এফেক্ট থেকে শুরু করে চ্যাটবক্সে ফিল্টার যোগ করার সুবিধা দেবে, সরাসরি ভিডিয়ো কলের সময়ও এই সুবিধা পাবেন ব্যাবহারকারীরা ৷
  • সেলফি স্টিকার: হোয়াটসঅ্যাপ ইন-অ্যাপ ক্যামেরা অপশনে এবার সেলফি স্টিকার ব্যবহার করা যাবে ৷ সরাসরি হোয়াটসঅ্যাপের ক্যামেরায় তোলা যেকোনও ছবিকে স্টিকার হিসেবে ব্যবহার করা যাবে ৷ নতুন স্টিকার যোগ করতে, ব্যবহারকারীকে প্রথমে স্টিকার ট্যাবে যেতে হবে। তারপর 'ক্রিয়েট স্টিকার' অপশন সিলেক্ট করতে হবে । হোয়াটসঅ্যাপে ক্যামেরার মাধ্যমে তোলা সেলফিকেও স্টিকারে পরিণত করা যাবে । এই বৈশিষ্ট্যটি ইতিমধ্যেই অ্যান্ড্রয়েডে পাওয়া যাচ্ছে ৷ আশা করা হচ্ছে শীঘ্রই iOS ব্যবহারকারীরা এটির সুবিধা পাবেন ৷
  • স্টিকার প্যাক শেয়ারিং: এবার হোয়াটসঅ্যাপেও স্টিকার প্যাক শেয়ার করা যাবে । সরাসরি চ্যাটবক্স থেকে এটি শেয়ার করতে পারবেন ।
  • দ্রুত প্রতিক্রিয়া: আপনার যেকোনও মেসেজে প্রতিক্রিয়া জানানো আরও সহজ হবে । আপনি কোনও মেসেজে ডবল-ট্যাপ করে উত্তর দিতে পারবেন যে সহজেই ৷

2024 গত বছর অর্থাৎ 2024-এর ডিসেম্বরে, WhatsApp কলিং ও ভিডিয়ো কলিং ফিচারে আপডেট করেছে ৷ iPhone, Android এবং ওয়েব অ্যাপের মধ্যে কলিং পদ্ধতির উন্নতি করেছে । এটি ভিডিয়ো কলে একাধিক ফিচার অ্যাড করা যায় ৷ কল করার নতুন উপায়, একটি গ্রুপ কলের ক্ষেত্রেও বেশ কিছু ফিচার যোগ হয়েছে ৷ IOS এ বং অ্যান্ড্রয়েড উভয় ব্যবহারকারীরা এটির সুবিধা পাবেন ৷

250 টাকার কম রিচার্জেও প্রতিদিন 1 জিবি ডেটা পাওয়া যায়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.