Municipal Election 2022 : পৌরভোটের প্রার্থী ঘোষিত না হলেও শান্তিপুরে দেওয়াল দখল শুরু তৃণমূলের - তৃণমূলের ভোট প্রচার
🎬 Watch Now: Feature Video
নতুন করে কোনও জটিলতা তৈরি না হলে আগামী 27 ফেব্রুয়ারি বকেয়া ভোটপ্রক্রিয়া সেরে ফেলা হবে রাজ্যের পৌরসভাগুলিতে (Municipal Election 2022) ৷ সেই তালিকায় নদিয়ার শান্তিপুর পৌরসভাও রয়েছে (Santipur Municipality) ৷ তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিল শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ সোমবার থেকেই দেওয়াল লিখনের জন্য দেওয়াল দখল শুরু করে দিলেন দলের স্থানীয় নেতা, কর্মীরা (TMC Vote Campaign for Santipur Municipal Election 2022) ৷ এদিন শান্তিপুরের 13 নম্বর ওয়ার্ডে দেওয়ালে-দেওয়ালে তৃণমূলের প্রতীক আঁকতে দেখা যায় স্থানীয় বিধায়ক ব্রজকিশোর গোস্বামীকে ৷ সঙ্গে ছিলেন দলীয় সহকর্মীরা ৷