TMC 21st July: তৃণমূল কর্মীদের জন্য ভুরিভোজের ব্যবস্থা সাঁতরাগাছিতে - TMC
🎬 Watch Now: Feature Video
2021 সালের বিধানসভা নির্বাচনে জয়ের পর তৃণমূলের প্রথম শহিদ দিবস (TMC 21st July) আজ ৷ আর এই শহিদ দিবসকে কেন্দ্র করে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও উন্মাদনা চোখে পড়ার মতো ৷ সেই ছবিই দেখা গেল হাওড়ায় ৷ পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, হুগলি ও গ্রামীণ হাওড়ার প্রত্যন্ত এলাকা থেকে মানুষ ভিড় করছেন হাওড়ায় (Lakhs of People Coming Howrah from Several District for TMC Shahid Dibas Rally) ৷ সাঁতরাগাছিতেও তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে কর্মী ও সমর্থকদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে ৷ মেনুুতে আছে ভাত, ডাল এবং ডিমের ঝোল ৷ পাশাপাশি প্রচুর জলের পাউচের ব্যবস্থাও রাখা হয়েছে ৷