রক্তাক্ত সূর্যোদয়কে মানুষ অস্তমিত করেছিল : শুভেন্দু - শুভেন্দু অধিকারী
🎬 Watch Now: Feature Video
নন্দীগ্রামের শহিদ স্মরণ সভায় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির জন্মলগ্নের স্মৃতিচারণ শুভেন্দু অধিকারীর ৷ তিনি বলেন, ‘‘ এই সভা নতুন নয় ৷ এই সভা 13 বছরের সভা ৷ এই কর্মসূচি 13 বছরের ৷ 3 জানুয়ারি গড়চক্রবেড়িয়ায় প্রথম আন্দোলন শুরু হয়েছিল ৷ 4 জানুয়ারি আমরা ভূমি উচ্ছেদ প্রতিরক্ষা কমিটি গঠন করেছিলাম ৷ এই আন্দোলনে আমরা অনেককে হারিয়েছি ৷ অনেক মায়ের ইজ্জত-সম্ভ্রম লুণ্ঠন হয়েছিল ৷ রক্তাক্ত সূর্যোদয়কে মানুষ অস্তমিত করেছিল ৷’’