TET Passed Students Agitation : বিকাশ ভবন আন্দোলনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি টেট উত্তীর্ণ প্রার্থীদের - বিকাশ ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে সল্টলেক ইন্দিরা ভাবনের কাছে মিছিল আটকে দেয় পুলিশ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 2, 2022, 4:23 PM IST

প্রাথমিক টেট উত্তীর্ণ বঞ্চিত ডিএলএড ঐক্য মঞ্চের তরফ থেকে বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযান ছিল (TET Passed Students Agitation in Bikash Bhavan) ৷ অভিযান ছিল এই মর্মে যে 2014-র প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীদের শিক্ষক-শিক্ষিকা পদে নিয়োগ। সল্টলেক সিটি সেন্টার থেকে মিছিল করে বিকাশ ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে সল্টলেক ইন্দিরা ভাবনের কাছে মিছিল আটকে দেয় পুলিশ। সেই সময় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বাধে আন্দোলনকারীদের। এরপরই আন্দোলনকারীদের আটক করে বিধাননগর পুলিশ। আন্দোলনকারীরা দাবি জানায়, 2014 টেট উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত নিয়োগ করতে হবে। পাশাপাশি প্রাথমিকে 2014 সালের টেট উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষিত রাজ্যের 1 হাজার 500 প্রার্থীদের অবিলম্বে নিয়োগ দিতে হবে।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.