Durga Puja 2022: সমাজে ব্রাত্য ! নিজেরাই দুর্গাপুজোর আয়োজন করলেন যৌনকর্মীরা - কুলটির লছিপুর চবকা নিষিদ্ধপল্লির পুজো

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 2, 2022, 8:27 PM IST

যৌনপল্লীর মাটি ছাড়া দুর্গা প্রতিমা তৈরি হয় না । অথচ সেই যৌনপল্লির কর্মীরাই পুজোতে থেকে যান ব্রাত্য । সমাজে তাঁদেরকে অন্য চোখে দেখা হয় । কোনও পুজোয় তাঁদের প্রবেশাধিকার থাকে না । থাকে না অঞ্জলি দেওয়ার সুযোগ । তবু তাঁদেরও ইচ্ছে হয় দুর্গাপুজােয় আনন্দ করতে । তাঁদের সন্তানেরাও চায় এই শারদ উৎসবে মেতে উঠতে । আর তাই নিজেরাই দুর্গাপুজোর আয়োজন করলেন যৌনকর্মীরা । কুলটির লছিপুর চবকা নিষিদ্ধপল্লিতে আয়োজিত হয়েছে দুর্গাপুজো (Kulti Lachipur Puja) । যৌনকর্মীরাই এই পুজোর আয়োজনে । নিজেরাই ফুল তোলেন, ফল কাটেন, ভোগ রান্না করেন, পুজো সামগ্রী জোগাড় করেন । পুস্পাঞ্জলি দেন মায়ের কাছে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.