CRPF Deployed at SSC Office : সিআরপিএফের দখলে এসএসসি ভবন, ঢুকতে পারলেন না কমিশন সচিব - এসএসসি দফতরে কেন্দ্রীয় বাহিনী
🎬 Watch Now: Feature Video
এসএসসি দফতরে ঢুকতে পারলেন না স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারি ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বুধবার মাঝরাত থেকেই এসএসসি দফতরে মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী (CRPF at SSC Office) ৷ কোনও গুরুত্বপূর্ণ নথি যাতে নষ্ট না হয় সে কারণেই এই নির্দেশ হাইকোর্টের ৷ এই সময়কালের মধ্যে কেউ সেখানে ঢুকতে-বেরতে পারবে না বলেও নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ বৃহস্পতিবার সকালে দফতরে ঢুকতে পারেননি সার্ভিস কমিশনের সেক্রেটারিও ৷ কেন্দ্রীয় বাহিনীর বাধা পেয়ে তিনি ফিরে আসেন ৷