এই স্টেডিয়ামেই হবে 2022 ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ - ২০২২ ফুটবল বিশ্বকাপ
🎬 Watch Now: Feature Video
আল বায়াত স্টেডিয়াম ৷ 2022 সালের ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে কাতারের এই স্টেডিয়ামেই ৷ নির্ঘণ্ট অনুযায়ী আল বায়াতে সেমিফাইনাল পর্যন্ত খেলা হবে ৷ 60 হাজার দর্শক আসন বিশিষ্ট স্টেডিয়ামটিকে বাইরে থেকে দেখতে বিশাল তাঁবুর মতো ৷ কাতারের উত্তরের শহর আল খোরে অবস্থিত ৷ স্টেডিয়ামটির ছাদের নির্মাণশৈলীর কারণে ভিতরে মনোরম তাপমাত্রা বজায় রাখা সম্ভব ৷ এছাড়া আছে এয়ারভেন্টও ৷ সাধারণত অন্য কোনও স্টেডিয়ামে এই টেকনোলজি দেখতে পাওয়া যায় না ৷ ইতিমধ্যে স্টেডিয়ামে 60 হাজার আসন বসানো হয়ে গেছে ৷ স্টেডিয়ামের ভিতরের অংশের কাজও প্রায় সম্পূর্ণ ৷ আল বায়াত স্টেডিয়ামের বাইরে গাছ লাগানো ও সৌন্দর্য বৃদ্ধির জন্য লেকের কাজও প্রায় শেষের পথে ৷ স্টেডিয়ামের বাইরে পার্ক এলাকা প্রায় 30টি ফুটবল মাঠের সমান ৷
Last Updated : Jul 16, 2020, 3:00 PM IST