ETV Bharat / state

শীত থেকে প্রাণীদের বাঁচাতে চিড়িয়াখানায় হিটার-ব্লোয়ার, ডায়েটে বাদাম-রেড মিট - ANIMALS WINTER PLAN

দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্ক ও শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে প্রাণীদের জন্য এই এলাহি আয়োজন করা হয়েছে । চলছে 12টি হিটার ও ব্লোয়ার ৷

Animals Winter Plan
ঠান্ডা থেকে প্রাণীদের বাঁচাতে হিটারের ব্যবহার চিড়িয়াখানায় (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : 10 hours ago

শিলিগুড়ি, 9 জানুয়ারি: বঙ্গে জাঁকিয়ে পড়েছে শীত ৷ সেই শীতের আঁচ থেকে বাঁচাতে চিড়িয়াখানার প্রাণীদের জন্য ব্যবস্থা করা হয়েছে হিটার ও ব্লোয়ারের ৷ পরিবর্তন আনা হয়েছে তাদের ডায়েট প্ল্যানেও ৷

কথায় আছে, 'পৌষের শীত মোষের গায়ে, আর মাঘের শীত বাঘের গায়ে'। এখন অবশ্য বঙ্গে এমনই অবস্থা । উত্তর সিকিমে তুষারপাত হয়েছে । সান্দাকফুও মুখ ঢেকেছে সাদা বরফের চাদরে । ফলে শীতের কামড়ে কাবু হয়েছে উত্তরবঙ্গবাসী । একই অবস্থা চিড়িয়াখানার প্রাণীগুলোর ক্ষেত্রেও । এক্কেবারে জবুথবু পরিস্থিতি । শীতের কারণে যাতে চিড়িয়াখানার প্রাণীদের কোনও কষ্ট না হয়, সেজন্য বিশেষ নজর দিচ্ছে রাজ্যের বন দফতর ও জু অথরিটি ।

শীতের চিড়িয়াখানায় বিশেষ ব্যবস্থা (ইটিভি ভারত)

চিড়িয়াখানায় রাজকীয় আয়োজন

এক কথায় বলতে গেলে রাজকীয় ব্যবস্থা করা হয়েছে চিড়িয়াখানার প্রাণীদের জন্য । আনা হয়েছে 6টা ব্লোয়ার । জ্বালানো হচ্ছে 6টি হিটার । দেওয়া হয়েছে চটের বস্তা । আবার কোথাও খড় । প্রাণীদের গা গরম রাখতে খাবারের ডায়েট প্ল্যানেও করা হয়েছে পরিবর্তন । উত্তরের দুই প্রধান চিড়িয়াখানা দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্ক ও শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে প্রাণীদের শীতের থেকে বাঁচতে এলাহি আয়োজন করেছে পার্ক কর্তৃপক্ষ ।

Animals Winter Plan
6টি হিটার চলে চিড়িয়াখানায় (নিজস্ব ছবি)

ঠান্ডা থেকে বাঁচাতে বিশেষ ব্যবস্থা

এই বিষয়ে রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, "শীতের সময় প্রাণীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে । তবে সব প্রাণীদের ক্ষেত্রে নয় । সরীসৃপ প্রাণীরা, বিশেষ করে সাপ এই সময় শীতঘুমে চলে যায় ৷ সেজন্য তাদের ক্ষেত্রে খুব একটা পরিবর্তন করা হয়নি । তবে যাতে ঠান্ডা হাওয়া না লাগে সেজন্য কাঠের পাটাতন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে । বাঘ ও সিংহদের ক্ষেত্রে ভোরের দিকে ব্লোয়ার ও হিটার জ্বালানো হচ্ছে । মাটির ঠান্ডা থেকে বাঁচাতে কাঠের মঞ্চ করে বস্তা দেওয়া হয় । হরিণদের ক্ষেত্রে শুকনো পাতা, বস্তা, খড় দেওয়া হয়েছে ।"

Animals Winter Plan
শরীর গরম করার জন্য খড় দেওয়া হয়েছে (নিজস্ব ছবি)

খাবারের তালিকায় পরিবর্তন

বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর ই বিজয় কুমার বলেন, "শীত থেকে বাঁচাতে সবরকম ব্যবস্থা করা হয়েছে । রাখা হয়েছে হিটার, ব্লোয়ার । খাবারেও কিছু বদল করা হয়েছে । হরিণ, গণ্ডার-সহ অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে বাদাম দেওয়া হচ্ছে । সিংহ, চিতাবাঘ, বাঘের মতো মাংসাশী প্রাণীদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে রেড মিট । অর্থাৎ খাসি, ছাগল ও গরুর মাংস । এতে শরীর গরম থাকে ।"

Animals Winter Plan
সিংহদের ক্ষেত্রে ভোরের দিকে ব্লোয়ার ও হিটার জ্বালানো হচ্ছে (নিজস্ব ছবি)

এছাড়াও জানা গিয়েছে, প্রতি রাতে নাইট শেল্টারে কর্মীদের বিশেষ নজর রাখতে বলা হয়েছে । বিশেষ করে রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত । প্রত্যেক শেল্টারে তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার দিয়ে যাচাই করা হচ্ছে । শীতের সময় মাংসাশী প্রাণীদের খাবারের পরিমাণ কিছুটা বেড়ে যায় । সেইমতো তাদের খাবার দেওয়া হচ্ছে ।

Animals Winter Plan
রয়্যাল বেঙ্গল টাইগার (নিজস্ব ছবি)
Animals Winter Plan
শীতে দুপুরে খেলাতে ব্যস্ত বাঘেরা (নিজস্ব ছবি)

শিলিগুড়ি, 9 জানুয়ারি: বঙ্গে জাঁকিয়ে পড়েছে শীত ৷ সেই শীতের আঁচ থেকে বাঁচাতে চিড়িয়াখানার প্রাণীদের জন্য ব্যবস্থা করা হয়েছে হিটার ও ব্লোয়ারের ৷ পরিবর্তন আনা হয়েছে তাদের ডায়েট প্ল্যানেও ৷

কথায় আছে, 'পৌষের শীত মোষের গায়ে, আর মাঘের শীত বাঘের গায়ে'। এখন অবশ্য বঙ্গে এমনই অবস্থা । উত্তর সিকিমে তুষারপাত হয়েছে । সান্দাকফুও মুখ ঢেকেছে সাদা বরফের চাদরে । ফলে শীতের কামড়ে কাবু হয়েছে উত্তরবঙ্গবাসী । একই অবস্থা চিড়িয়াখানার প্রাণীগুলোর ক্ষেত্রেও । এক্কেবারে জবুথবু পরিস্থিতি । শীতের কারণে যাতে চিড়িয়াখানার প্রাণীদের কোনও কষ্ট না হয়, সেজন্য বিশেষ নজর দিচ্ছে রাজ্যের বন দফতর ও জু অথরিটি ।

শীতের চিড়িয়াখানায় বিশেষ ব্যবস্থা (ইটিভি ভারত)

চিড়িয়াখানায় রাজকীয় আয়োজন

এক কথায় বলতে গেলে রাজকীয় ব্যবস্থা করা হয়েছে চিড়িয়াখানার প্রাণীদের জন্য । আনা হয়েছে 6টা ব্লোয়ার । জ্বালানো হচ্ছে 6টি হিটার । দেওয়া হয়েছে চটের বস্তা । আবার কোথাও খড় । প্রাণীদের গা গরম রাখতে খাবারের ডায়েট প্ল্যানেও করা হয়েছে পরিবর্তন । উত্তরের দুই প্রধান চিড়িয়াখানা দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্ক ও শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে প্রাণীদের শীতের থেকে বাঁচতে এলাহি আয়োজন করেছে পার্ক কর্তৃপক্ষ ।

Animals Winter Plan
6টি হিটার চলে চিড়িয়াখানায় (নিজস্ব ছবি)

ঠান্ডা থেকে বাঁচাতে বিশেষ ব্যবস্থা

এই বিষয়ে রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, "শীতের সময় প্রাণীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে । তবে সব প্রাণীদের ক্ষেত্রে নয় । সরীসৃপ প্রাণীরা, বিশেষ করে সাপ এই সময় শীতঘুমে চলে যায় ৷ সেজন্য তাদের ক্ষেত্রে খুব একটা পরিবর্তন করা হয়নি । তবে যাতে ঠান্ডা হাওয়া না লাগে সেজন্য কাঠের পাটাতন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে । বাঘ ও সিংহদের ক্ষেত্রে ভোরের দিকে ব্লোয়ার ও হিটার জ্বালানো হচ্ছে । মাটির ঠান্ডা থেকে বাঁচাতে কাঠের মঞ্চ করে বস্তা দেওয়া হয় । হরিণদের ক্ষেত্রে শুকনো পাতা, বস্তা, খড় দেওয়া হয়েছে ।"

Animals Winter Plan
শরীর গরম করার জন্য খড় দেওয়া হয়েছে (নিজস্ব ছবি)

খাবারের তালিকায় পরিবর্তন

বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর ই বিজয় কুমার বলেন, "শীত থেকে বাঁচাতে সবরকম ব্যবস্থা করা হয়েছে । রাখা হয়েছে হিটার, ব্লোয়ার । খাবারেও কিছু বদল করা হয়েছে । হরিণ, গণ্ডার-সহ অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে বাদাম দেওয়া হচ্ছে । সিংহ, চিতাবাঘ, বাঘের মতো মাংসাশী প্রাণীদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে রেড মিট । অর্থাৎ খাসি, ছাগল ও গরুর মাংস । এতে শরীর গরম থাকে ।"

Animals Winter Plan
সিংহদের ক্ষেত্রে ভোরের দিকে ব্লোয়ার ও হিটার জ্বালানো হচ্ছে (নিজস্ব ছবি)

এছাড়াও জানা গিয়েছে, প্রতি রাতে নাইট শেল্টারে কর্মীদের বিশেষ নজর রাখতে বলা হয়েছে । বিশেষ করে রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত । প্রত্যেক শেল্টারে তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার দিয়ে যাচাই করা হচ্ছে । শীতের সময় মাংসাশী প্রাণীদের খাবারের পরিমাণ কিছুটা বেড়ে যায় । সেইমতো তাদের খাবার দেওয়া হচ্ছে ।

Animals Winter Plan
রয়্যাল বেঙ্গল টাইগার (নিজস্ব ছবি)
Animals Winter Plan
শীতে দুপুরে খেলাতে ব্যস্ত বাঘেরা (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.