thumbnail

Polluted River Water: বর্জ্য মিশছে নদীর জল, কাঁকসায় ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা

By

Published : Jul 23, 2022, 10:34 PM IST

বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার বিষাক্ত বর্জ্য মিশ্রিত কুনুর নদীর জল সেচের কাজে ব্যবহারের পরেই ক্ষতিগ্রস্ত হাজার হাজার বিঘা জমি । বীজ রোপনের পরেও শুকিয়ে যাচ্ছে ধানের বীজ । কাঁকসার মলানদিঘি ত্রিলোকচন্দ্রপুর অঞ্চলের চাষের জমির পাশেই বয়ে গিয়েছে কুনুর নদী (Polluted River Water)। কৃষকদের সুবিধার্থে সরকারি জল উত্তোলন প্রকল্পের মাধ্যমেই সেচের কাজে লাগানো হয় কুনুরের জল । মলানদিঘি এলাকায় রয়েছে চারটি পাম্প হাউস । যার মাধ্যমে সেচ করে চাষ হয় কয়েক হাজার বিঘা জমি । এবছর ভারী বৃষ্টি না হওয়ায় এখনও সেভাবে চাষ শুরুই করতে পারেননি এলাকার কৃষকরা । তাঁদের অভিযোগ, ওই বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থা বিষাক্ত বর্জ্য কুনুরের জলে মিশছে । যার জেরে ক্ষতিগ্রস্ত লবনাক্ত কুনুর নদীর জল সেচের কাজে ব্যবহৃত করা হচ্ছে তখনই ক্ষতিগ্রস্ত হচ্ছে জমি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.