ETV Bharat / bharat

ভয়াবহ আগুন ! অগ্নিদগ্ধ হয়ে মৃত দুই নাবালক-সহ 7 - Fire Claims Lives - FIRE CLAIMS LIVES

চেম্বুর সিদ্ধার্থ কলোনিতে ভয়াবহ আগুন ৷ মৃ্ত্যু হল দুই নাবালক-সহ 7 জনের ৷ আগুন নেভানোর কাজ শুরু করেছে দমকল ৷

Mumbai fire news
ভয়াবহ আগুনে মৃত 5 (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2024, 8:58 AM IST

Updated : Oct 6, 2024, 9:55 AM IST

মুম্বই, 6 অক্টোবর: মুম্বইয়ের চেম্বুর সিদ্ধার্থ কলোনিতে ভয়াবহ আগুন ৷ পুড়ে মৃত একই পরিবারের 5 সদস্য ৷ পরে মারা গিয়েছেন আরও 2 জন য মৃতদের মধ্যে দু’জন নাবালকও রয়েছে ৷ ঘটনাস্থলে গিয়ে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের দমকল বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনে ৷ যদিও আগুন লাগার কারণ এখনও জানা যায়নি । দমকলের অনুমান, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে ৷ প্রাথমিক রিপোর্টেও বলা হয়েছে, দোকানে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে । আগুনটি লেভেল ওয়ান টাইপের ৷

চেম্বুরের সিদ্ধার্থ কলোনিতে রবিবার ভোররাতে আগুন লাগে ৷ মুম্বই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন সূত্রে খবর, সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেছে দমকল ৷ দুর্ঘটনায় এখনও পর্যন্ত সাতজনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে । মৃতদের মধ্যে 7 বছর এবং 10 বছর বয়সি দু’জন নাবালকও রয়েছে ।জানা গিয়েছে, সিদ্ধার্থ কলোনির এএম গায়কওয়াড় মার্গে একটি বিল্ডিংয়ের নিচতলায় একটি দোকানে আগুন লেগেছিল । দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ে ।

একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু: বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে । চিকিৎসার জন্য আহতদের রাজাওয়াড়ি হাসপাতালে ভর্তি করা হয় । চিকিৎসা চলাকালীন আহত পাঁচজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ৷ পরে আরও দু’জন ঘটনায় প্রাণ হারান ৷ কর্পোরেশন জানিয়েছে, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্যারিস গুপ্তা, মঞ্জু প্রেম গুপ্তা, অনিতা গুপ্তা, প্রেম গুপ্তা ও নরেন্দ্র গুপ্তা ৷ তাদের মধ্যে প্যারিসের বয়স 7 বছর ও নরেন্দ্রর বয়স 10 বছর ৷

আরও পড়ুন:

মুম্বই, 6 অক্টোবর: মুম্বইয়ের চেম্বুর সিদ্ধার্থ কলোনিতে ভয়াবহ আগুন ৷ পুড়ে মৃত একই পরিবারের 5 সদস্য ৷ পরে মারা গিয়েছেন আরও 2 জন য মৃতদের মধ্যে দু’জন নাবালকও রয়েছে ৷ ঘটনাস্থলে গিয়ে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের দমকল বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনে ৷ যদিও আগুন লাগার কারণ এখনও জানা যায়নি । দমকলের অনুমান, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে ৷ প্রাথমিক রিপোর্টেও বলা হয়েছে, দোকানে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে । আগুনটি লেভেল ওয়ান টাইপের ৷

চেম্বুরের সিদ্ধার্থ কলোনিতে রবিবার ভোররাতে আগুন লাগে ৷ মুম্বই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন সূত্রে খবর, সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেছে দমকল ৷ দুর্ঘটনায় এখনও পর্যন্ত সাতজনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে । মৃতদের মধ্যে 7 বছর এবং 10 বছর বয়সি দু’জন নাবালকও রয়েছে ।জানা গিয়েছে, সিদ্ধার্থ কলোনির এএম গায়কওয়াড় মার্গে একটি বিল্ডিংয়ের নিচতলায় একটি দোকানে আগুন লেগেছিল । দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ে ।

একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু: বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে । চিকিৎসার জন্য আহতদের রাজাওয়াড়ি হাসপাতালে ভর্তি করা হয় । চিকিৎসা চলাকালীন আহত পাঁচজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ৷ পরে আরও দু’জন ঘটনায় প্রাণ হারান ৷ কর্পোরেশন জানিয়েছে, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্যারিস গুপ্তা, মঞ্জু প্রেম গুপ্তা, অনিতা গুপ্তা, প্রেম গুপ্তা ও নরেন্দ্র গুপ্তা ৷ তাদের মধ্যে প্যারিসের বয়স 7 বছর ও নরেন্দ্রর বয়স 10 বছর ৷

আরও পড়ুন:

Last Updated : Oct 6, 2024, 9:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.