thumbnail

তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা, জয়মাল্যর 'কর্মকাণ্ডে' হতভম্ব সকলে - Durga Puja 2024

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা বানালেন সোনারপুরের যুবক জয়মাল্য মণ্ডল। একচালার প্রতিমায় একইসঙ্গে রয়েছেন লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতী। অসুরও বানানো হয়েছে তেজপাতা দিয়েই। তেজপাতা, আঠা এবং স্ট্যাপলারের পিন ব্যবহার করে তৈরি হয়েছে এই দুর্গা। তেজপাতার তৈরি এই প্রতিমা পাড়ার মণ্ডপে পুজোও করা হবে। পুজোর পর তাঁর শিল্পকর্ম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠাতে চান জয়মাল্য। 

সোনারপুর কলেজের ইতিহাসে অনার্স করছেন জয়মাল্য। ছোটবেলা থেকেই পেন্টিং এবং নিজের হাতে কিছু বানানো নেশা ছিল তাঁর। সেই খেয়ালেই অনেক কিছু বানিয়ে ফেলেন তিনি ৷ শিল্পশৈলীকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি পড়াশোনা চলে তাঁর। হঠাৎই বছর তিনেক আগে দুর্গাপুজোর সময় মাটি দিয়ে দুর্গা প্রতিমা বানান তিনি ৷ যা দেখে খানিকটা অবাক হয়েছিলেন পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার বাসিন্দারা। তারপর 2023-এ দেশলাই কাঠি দিয়ে প্রতিমা বানান জয়মাল্য।

এবার তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা বানিয়ে সকলকে আরও একবার তাক লাগিয়ে দিলেন এই কলেজ ছাত্র। এলাকারই দোকান থেকে তেজপাতা কিনে প্রতিমা বানান জয়মাল্য। প্রতিবছরের মতো এবারও জয়মাল্যর তৈরি এই প্রতিমা পাড়ার ক্লাবে পুজো করা হবে। পড়াশোনার ফাঁকে তাঁর হাতে গড়া তেজপাতার দুর্গা রীতিমতো হইচই ফেলে দিয়েছে। 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.