ETV Bharat / state

পরিত্যক্ত রেল কোয়ার্টারে নাবালকের দেহ ! পুলিশের জালে দিদি ও তার প্রেমিক - Minor Boy Body Recovered - MINOR BOY BODY RECOVERED

পরিত্যক্ত রেল কোয়ার্টার থেকে নাবালকের দেহ উদ্ধার ৷ গ্রেফতার দিদি ও তার প্রেমিক ৷ বয়ানে অসঙ্গতি থাকায় নাবালকের মা’কেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

MINOR BOY BODY RECOVERED
পরিত্যক্ত রেল কোয়ার্টার থেকে নাবালকের দেহ উদ্ধার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2024, 10:06 AM IST

খড়গপুর, 6 অক্টোবর: নাবালকের মৃতদেহ উদ্ধার ঘুরে চাঞ্চল্য । গ্রেফতার নাবালকের দিদি ও প্রেমিক । শনিবার খড়গপুরের 18 নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকার একটি মন্দির সংলগ্ন পরিত্যক্ত রেল কোয়ার্টার থেকে এক নাবালকের মৃতদেহ উদ্ধার হয় । তদন্তে নেমে খড়গপুর টাউন থানার পুলিশ দিদি নাবালকের দিদি লিজা সিং ও তার প্রেমিক সোনু কুমারকে গ্রেফতার করে । পাশাপাশি বয়ানে অসঙ্গতি থাকায় নাবালকের মা’কেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

জানা গিয়েছে, বছরখানেক আগে মৃত্যু হয়েছে ওই নাবালকের বাবা রাজু সিংয়ের । রাজু ছিলেন পেশায় রেলকর্মী । মাসখানেক আগেই তাঁর সেই চাকরি পেয়েছে মেয়ে লিজা সিং ৷ এদিকে গত শুক্রবার সন্ধ্যায় ওই নাবালকের মা দিজিয়া দেবী পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানায় নিখোঁজ ডায়েরি করে অভিযোগ করেন ।

অভিযোগ, বছর দশকের ওই নাবালককে বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না । অভিযোগ পেয়ে খড়গপুর পুলিশ তদন্ত শুরু করে । শনিবার দুপুরে দিজিয়াদের কোয়ার্টারের উল্টো দিকের পরিত্যক্ত একটি কোয়ার্টারে দুর্গন্ধ পেয়ে খোঁজ করতে গিয়ে নাবালকের দেহ উদ্ধার হয় । পুলিশের প্রাথমিক অনুমাণ, অন্তত 48 ঘণ্টা আগে খুন করা হয়েছে ওই নাবালককে । সে ক্ষেত্রে মাত্র 24 ঘণ্টা আগে বা শুক্রবার সন্ধ্যা নাগাদ কেন নিখোঁজ ডায়েরি করা হল, তা নিয়েই পুলিশের মনে সন্দেহ জাগে ।

এরপর পুলিশি জেরার মুখে মৃতের দিদি ভেঙে পড়ে । সে স্বীকার করে, প্রেমিকের সঙ্গে যোগসাজস করে ভাইকে খুন করেছে । তবে ঠিক কী কারণে খুন, তা এখনও স্পষ্ট নয় । পুলিশের প্রাথমিক অনুমাণ, মৃত বাবার চাকরি পেয়েছে দিদি । ভবিষ্যতে ভাই যাতে কোনও রকম অসুবিধা সৃষ্টি না-করতে পারে, সে জন্যই হয়তো পথের কাঁটা সরিয়ে দিতে ঠান্ডা মাথায় ভাইকে খুন করেছে সে ।

জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, তদন্ত চলছে । মৃত নাবালকের দিদি ও তার বিশেষ বন্ধুকে গ্রেফতার করা হয়েছে । তবে খুনের কারণ নিয়ে এখনও ধন্দে পুলিশ ৷ ওই নাবালককে পরিবারের সদস্যরাই খুন করে পরিত্যক্ত কোয়ার্টারে রেখে এসেছিল ? সঠিক কারণ জানতে মা’কেও আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন:

খড়গপুর, 6 অক্টোবর: নাবালকের মৃতদেহ উদ্ধার ঘুরে চাঞ্চল্য । গ্রেফতার নাবালকের দিদি ও প্রেমিক । শনিবার খড়গপুরের 18 নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকার একটি মন্দির সংলগ্ন পরিত্যক্ত রেল কোয়ার্টার থেকে এক নাবালকের মৃতদেহ উদ্ধার হয় । তদন্তে নেমে খড়গপুর টাউন থানার পুলিশ দিদি নাবালকের দিদি লিজা সিং ও তার প্রেমিক সোনু কুমারকে গ্রেফতার করে । পাশাপাশি বয়ানে অসঙ্গতি থাকায় নাবালকের মা’কেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

জানা গিয়েছে, বছরখানেক আগে মৃত্যু হয়েছে ওই নাবালকের বাবা রাজু সিংয়ের । রাজু ছিলেন পেশায় রেলকর্মী । মাসখানেক আগেই তাঁর সেই চাকরি পেয়েছে মেয়ে লিজা সিং ৷ এদিকে গত শুক্রবার সন্ধ্যায় ওই নাবালকের মা দিজিয়া দেবী পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানায় নিখোঁজ ডায়েরি করে অভিযোগ করেন ।

অভিযোগ, বছর দশকের ওই নাবালককে বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না । অভিযোগ পেয়ে খড়গপুর পুলিশ তদন্ত শুরু করে । শনিবার দুপুরে দিজিয়াদের কোয়ার্টারের উল্টো দিকের পরিত্যক্ত একটি কোয়ার্টারে দুর্গন্ধ পেয়ে খোঁজ করতে গিয়ে নাবালকের দেহ উদ্ধার হয় । পুলিশের প্রাথমিক অনুমাণ, অন্তত 48 ঘণ্টা আগে খুন করা হয়েছে ওই নাবালককে । সে ক্ষেত্রে মাত্র 24 ঘণ্টা আগে বা শুক্রবার সন্ধ্যা নাগাদ কেন নিখোঁজ ডায়েরি করা হল, তা নিয়েই পুলিশের মনে সন্দেহ জাগে ।

এরপর পুলিশি জেরার মুখে মৃতের দিদি ভেঙে পড়ে । সে স্বীকার করে, প্রেমিকের সঙ্গে যোগসাজস করে ভাইকে খুন করেছে । তবে ঠিক কী কারণে খুন, তা এখনও স্পষ্ট নয় । পুলিশের প্রাথমিক অনুমাণ, মৃত বাবার চাকরি পেয়েছে দিদি । ভবিষ্যতে ভাই যাতে কোনও রকম অসুবিধা সৃষ্টি না-করতে পারে, সে জন্যই হয়তো পথের কাঁটা সরিয়ে দিতে ঠান্ডা মাথায় ভাইকে খুন করেছে সে ।

জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, তদন্ত চলছে । মৃত নাবালকের দিদি ও তার বিশেষ বন্ধুকে গ্রেফতার করা হয়েছে । তবে খুনের কারণ নিয়ে এখনও ধন্দে পুলিশ ৷ ওই নাবালককে পরিবারের সদস্যরাই খুন করে পরিত্যক্ত কোয়ার্টারে রেখে এসেছিল ? সঠিক কারণ জানতে মা’কেও আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.