MJN Medical College: এমজেএন মেডিক্যালে রোগী দেখছেন বহিরাগত! চাঞ্চল্য কোচবিহারে - চিকিৎসক বেশ কয়েকদিন ধরেই বহিরাগত ওই যুবককে হাসপাতালে নিয়ে আসেন
🎬 Watch Now: Feature Video
কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী দেখছেন এক বহিরাগত (Outsider Doing Treatment at MJN Medical College)! এমনই ঘটনার ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য মেডিক্যাল কলেজ চত্বরে। অভিযোগ চর্ম বিশেষজ্ঞ দুলাল চন্দ্র ভঞ্জের সঙ্গে এক যুবক ওই রোগী দেখছিলেন তাও চিকিৎসক বেশ কয়েকদিন ধরেই বহিরাগত ওই যুবককে হাসপাতালে নিয়ে আসেন। মঙ্গলবার এমএসভিপি চিকিৎসক রাজীব প্রসাদ বিষয়টি হাতেনাতে ধরেন। এরপরই ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে এমএসভিপি জানান। এ বিষয়ে চিকিৎসক দুলাল চন্দ্র ভঞ্জের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি কিছুই বলেননি।
Last Updated : Aug 3, 2022, 6:12 AM IST
TAGGED:
MJN Medical College