Decontaminate of Kalajharia Crematorium: আসানসোল দক্ষিণে শ্মশান দূষণমুক্ত করার উদ্যোগ বিধায়ক অগ্নিমিত্রার - আসানসোল দক্ষিণে শ্মশান দূষণমুক্ত করার উদ্যোগ বিধায়ক অগ্নিমিত্রার

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 14, 2022, 6:42 PM IST

আসানসোলের হীরাপুরের কালাঝরিয়া শ্মশানকে দূষণমুক্ত করার উদ্যোগ নিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল (MLA Agnimitra Paul Took Initiative to Decontaminate Kalajharia Crematorium in Asansol) ৷ আসানসোল দক্ষিণের বিধায়ক কয়েকদিন আগেই ওই শ্মশান পরিদর্শন করেন ৷ তার পরেই শ্মশানের সৌন্দর্যায়ন এবং দূষণমুক্ত করার উদ্যোগ নিয়েছেন তিনি ৷ রাষ্ট্রায়ত্ত ইস্পাত সংস্থা ইস্কোর সহায়তায় কালাঝরিয়া শ্মশানে সৌন্দর্যায়ন এবং বৃক্ষরোপণ করা হয় ৷ বিধায়ক জানান, কয়েকদিন আগে তিনি এই শ্মশানে এসেছিলেন ৷ সেই সময় তিনি দেখেছিলেন মরদেহের সঙ্গে থাকা বালিশ, বিছানা এবং অন্যান্য বজ্র জমে শ্মশানে দূষণ ছড়াচ্ছিল ৷ সেই সঙ্গে শ্মশানের সৎকারের জায়গায় একটি জলের পাইপ লাইন চালু করার ব্যবস্থাও করেছেন বিধায়ক ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.