Lenins Birthday Celebrate in Jhargram : ঝাড়গ্রামে লেনিনের জন্মদিন পালনে রেড ভলান্টিয়ারের সদস্যরা - Red Volunteers celebrate Lenin's birthday
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15086029-thumbnail-3x2--jhr.jpg)
লেনিনের জন্মদিন উপলক্ষে শুক্রবার ঝাড়গ্রাম শহরের কদমকানন এলাকায় প্রায় শতাধিক লোধা-শবর বাচ্চাদের হাতে বই, খাতা, পেন, পেনসিল তুলে দিলেন রেড ভলান্টিয়ারের সদস্যরা (Red Volunteers celebrate Lenin's birthday)৷ প্রতি বছরই লেনিনের জন্মদিন পালন করা হয় এখানে। রেড ভলান্টিয়ারদের সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজনেরা। রেড ভলান্টিয়ারের সদস্যরা জানিয়েছেন এরপর ঝাড়গ্রাম ব্লাড ব্যাঙ্কে থেকে রক্ত দেওয়ারও কর্মসূচি রয়েছে তাঁদের ৷