Man Stabbed in Taherpur : ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগে গ্রেফতার অভিযুক্ত - Man Stabbed in Taherpur
🎬 Watch Now: Feature Video
কোনও কারণ ছাড়াই ধারাল অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে কোপানোর অভিযোগ উঠল আরেক ব্যক্তির বিরুদ্ধে (Man stabbed by a miscreant in Taherpur)। ঘটনাটি নদিয়ার তাহেরপুর থানার অন্তর্গত বসাকপাড়া এলাকার। আহত ব্যক্তির নাম রামপ্রসাদ বিশ্বাস ৷ আহত রামপ্রসাদবাবু জানান, দুপুরে খাওয়ার পর বাড়ির সামনে বসে ছিলেন তিনি ৷ এরপরই অভিযুক্ত ব্যক্তি তাঁর কাছে এসে বসে কথা বলতে বলতে হঠাৎই মাংস কাটার ছুরি দিয়ে তাঁকে আঘাত করে। অভিযুক্ত ওই ব্যক্তি স্থানীয় একটি মাংসের দোকানে কাজ করে বলে জানা যায়। অভিযোগ, দোকানের মাংস কাটার ছুরি দিয়েই আক্রমণ করা হয় রামপ্রসাদবাবুকে। রামপ্রসাদবাবুর সঙ্গে অভিযুক্তের কোনও শত্রুতাও ছিল না । তাহলে কেন এই হামলা, তদন্তে পুলিশ ৷ ঘটনার পরেই আহত রামপ্রসাদবাবুকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্তকে গ্রেফতার করে এদিনই তাকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছে ৷