চাঁচলের মালতিপুরে কালীপ্রতিমা নিয়ে দৌড় প্রতিযোগিতা - চাঁচলে কালীপুজো
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4903173-thumbnail-3x2-malda.jpg)
মালদার চাঁচলের মালতিপুরে আয়োজিত হল ঐতিহ্যবাহী কালীদৌড় প্রতিযোগিতা । সঙ্গে মশাল হাতে আতসবাজির খেলা । চাঁচলের এই ঐতিহ্যবাহী কালীদৌড় দেখতে বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমিয়েছিলেন । মালতিপুরের দুর্গা মন্দির চত্বরে প্রায় 300 বছরেরও বেশি সময় ধরে এই কালীদৌড় প্রতিযোগিতা চলে আসছে বলে শোনা যায় ।