Agnipath Protest : অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় জলপাইগুড়ি জেলা কংগ্রেসের বিক্ষোভ - Jalpaiguri District Congress protests against Agnipath
🎬 Watch Now: Feature Video
অগ্নিপথ নামে ছাপ্পা আর্মি চালু করার চেস্টা করছে মোদি-শা-এর সরকার। প্রতিবাদে মোদীর কুশপুত্তলিকা না পুড়িয়ে করলা নদীর জলে ভাসিয়ে দিল জেলা কংগ্রেস (District Congress protests against Agnipath) । আগামী 2024 সালে জলের বিসর্জন দিতে হবে এই সরকারকে এই দাবিতে জলপাইগুড়ি জেলা কংগ্রেসের বিক্ষোভ দেখাল জলপাইগুড়িতে । জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত অভিযোগ করে জানান, আমাদের কংগ্রেসের সর্বোচ্চ নেতৃবৃন্দকে ইডি-সিবিআই-এর মাধ্যমে ডেকে পাঠানো হচ্ছে । আমরা ভয় পাই না । আমরা দুবাইতে পালিয়ে যাই না । উডবার্নেও ভর্তি হই না । এই মোদি-শার সরকার হঠাৎ করে অগ্নিপথ নামে একটা প্রকল্প চালু করলেন যাকে কেন্দ্র করে গোটা দেশে আগুন জ্বলছে । সেনাবাহিনীর জওয়ানদের চার বছর পর সরিয়ে দেওয়া হবে । তারা পিএফ, গ্র্যাচুইয়িটি কিছুই পাবেন না । যেমন সিভিক ভলান্টিয়ার দিয়ে এখানে ছাপ্পা ভোট, ছাপ্পা ডাক্তার, ছাপ্পা শিক্ষা চলছে । ঠিক সেই রকমভাবে ছাপ্পা আর্মি চালু করার চেষ্টা করছে । আমরা মোদি-শা-এর এই প্রতিকি মডেল না পুড়িয়ে তা করলা নদীর জলে ভাসিয়ে দিচ্ছি ।
TAGGED:
অগ্নিপথ প্রকল্প