ICDS Workers : আইসিডিএস কর্মীদের দাবি না মিটলে অনশনের হুমকি - ICDS Workers
🎬 Watch Now: Feature Video
বঞ্চনার প্রতিবাদে অনশনে নামার হুমকি আইসিডিএস কর্মীদের (ICDS Workers)। বর্তমানে বাজার দরে খাদ্যদ্রব্য কেনার টাকা দিচ্ছে না সরকার । নিজেদের পকেট থেকেই সেন্টার চালাতে হচ্ছে বলে অভিযোগ করেন কর্মীরা । মাসিক বেতন 21 হাজার টাকা দাবি করেন তাঁরা ৷ পেনশনের দাবিতে দীর্ঘদিন থেকেই আন্দোলন করে আসছেন আইসিডিএস কর্মীরা । এছাড়াও মাসিক ভাতা বৃদ্ধি-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের অনুপাতে খাদ্য সামগ্রী কেনার জন্য বরাদ্দ বাড়ানোর দাবি করা হয়েছে আইসিডিএস কর্মীদের পক্ষ থেকে ।
Last Updated : May 23, 2022, 6:31 PM IST
TAGGED:
ICDS Workers