Howrah Suicide: হাওড়ায় স্ত্রী'কে খুনের চেষ্টা করে আত্মঘাতী স্বামী - Howrah Suicide
🎬 Watch Now: Feature Video
নিত্যদিনের অশান্তি চলত পরিবারে । শুক্রবার রাতে সেই পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুন করার চেষ্টা করে স্বামী (Attempt to Kill Wife in Howrah) । স্ত্রী ঘটনায় অজ্ঞান হয়ে গেলে তাঁকে মৃত ভেবে ঘটনার পরে আত্মগ্লানি থেকে পরে নিজেও আত্মঘাতী হয় স্বামী । ঘটনাটি ঘটেছে চ্যাটার্জিহাট থানার চারাবাগান এলাকায় । মৃতের নাম অরূপ দুয়ারী (45) ৷ স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যাবেলায় স্বামী ও স্ত্রী একসঙ্গে চা খায় । এরপরেই কোনও বিষয়ে 2 জনের মধ্যে বচসা শুরু হয় । সেই বচসা চরম আকার নিলে উত্তেজনায় বশে স্ত্রীর গলাতে দড়ি পেঁচিয়ে তাঁকে হত্যা করার চেষ্টা করে ।