HS Result 2022 : আইএএস হওয়ার স্বপ্ন উচ্চমাধ্যমিকে যুগ্মভাবে অষ্টম সমাদৃতার - উচ্চমাধ্যমিকে অষ্টম জলপাইগুড়ির সমাদৃতা দাস

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 10, 2022, 3:20 PM IST

উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় অষ্টমস্থান অধিকার করেছেন 55 জন ৷ তাঁদের মধ্যে একজন জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রী সমাদৃতা দাস ৷ উচ্চমাধ্যমিকে 491 নম্বর পেয়েছেন তিনি ৷ ভবিষ্যতে আইএএস হওয়ার স্বপ্ন দেখেন সমাদৃতা (HS Result 2022 Samdrita Das Jointly Eighth in HS Wants Become A IAS Officers) ৷ আর তাঁর এই সাফল্যে মা-বাবা এবং শিক্ষকদের অনেক বড় ভূমিকা রয়েছে ৷ সমাদৃতার আইএএস অফিসার হওয়ার স্বপ্নে সবসময় পাশে রয়েছেন বলে জানালেন তাঁর বাবা শুভজিৎ দাস ৷ তিনি বলেন, ‘‘মেয়ে বলেছিল প্রথম দশের মধ্যে থাকবে ৷ সেটাই হল ৷ মেয়ে আইএএস হতে চায় ৷ আমরাও ওর পাশে আছি ৷ ও যেটা চায়, সেটাই পড়বে ৷’’

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.