Garib Kalyan Sammelan : গরিব কল্যাণ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল ভাষণ শোনানো হল দুর্গাপুর স্টেশনে - Garib Kalyan Sammelan in Durgapur station
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15433845-thumbnail-3x2-durga.jpg)
দুর্গাপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । 'গরিব কল্যাণ সম্মেলন (Garib Kalyan Sammelan)।' এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষণ ঘোড়ুই, দুর্গাপুর নগর নিগমের কাউন্সিলার চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়-সহ রেলের পদস্থ আধিকারিকরা (Garib Kalyan Sammelan in Durgapur station)। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার দেশের গরিবদের কল্যাণে মূলত কী কী প্রকল্প এনেছেন তাতে কত মানুষ উপকৃত হয়েছেন পাশাপাশি দেশের দারিদ্র শ্রেণির মানুষদের কোভিড পরিস্থিতিতে কতটা সহায়তা করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে তা জানানো হয় ভার্চুয়াল এই অনুষ্ঠানের দ্বারা । দুর্গাপুর স্টেশনে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল ভাষণ শোনার জন্য বহু মানুষের ভিড় লক্ষ করা যায় ৷
Last Updated : May 31, 2022, 3:10 PM IST
TAGGED:
Garib Kalyan Sammelan