Bold Performance : তৃষ্ণার্ত চিতাবাঘকে জল খাওয়াচ্ছেন বনকর্মী ! দেখুন ভিডিয়ো - Bold Performance
🎬 Watch Now: Feature Video
বর্তমানে মহারাষ্ট্রে তাপমাত্রার পারদ চরমে পৌঁছেছে ৷ ফলে শুধু মানুষই নয়, পশু-পাখিরাও জলের সন্ধানে হাপিত্যেশ করে রয়েছে ৷ এই অবস্থায় বনদফতরের এক কর্মীর জঙ্গলের গুহায় গিয়ে চিতাবাঘের বাচ্চাদের জল খাওয়ানোর ভিডিয়ো প্রকাশ্যে এসেছে (Bold Performance)। আহমেদনগরের আকোলে তালুকের টাকলি গ্রামের জঙ্গলে, বনকর্মী অশোক ঘুলে এবং তাঁর সহকর্মীরা জঙ্গলে গর্ত খনন করছিলেন ৷ তখন চিতার শব্দ শুনে গুহার দিকে যান । সেখানে তাঁরা 3টি চিতাবাঘের বাচ্চা দেখতে পান । অশোক ঘুলের কাছে এই তথ্য পেয়ে চিতার বাচ্চাগুলিকে জল দেওয়ার পরামর্শ দেন ফরেস্ট রেঞ্জার প্রদীপ কদম। পুরো ভিডিয়োটি শ্যুট করা হয় ৷ মাত্র 3 মাস বয়সি চিতাকে বোতলে করে জল খাওয়াতে দেখা গিয়েছে ওই বনকর্মীকে ৷
TAGGED:
Bold Performance