GTA Meeting: চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান বাছতে 14 জুলাই বৈঠক জিটিএ-র নির্বাচিত সদস্যদের - জিটিএ শপথগ্রহণ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 13, 2022, 10:37 AM IST

জিটিএ এর চেয়ারম্যান এবং ভাইস-চেয়াম্যানের নাম ঠিক করতে 14 জুলাই বৃহস্পতিবার বৈঠকে বসছেন নির্বাচিত প্রতিনিধিরা (First GTA Meeting on July 14 to Select Chairman and Vice-Chairman) ৷ তার পর বৈঠকে ঠিক হওয়া নাম পরে রাজভবনে পাঠানো হবে শপথগ্রহণের আবেদন জানিয়ে ৷ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা সূত্রে খবর, জিটিএ চেয়ারম্যান হিসাবে অনিত থাপাকে নির্বাচিত করা হবে ৷ পাশাপাশি এও জানা গিয়েছে, শপথবাক্য পাঠ করাতে রাজ্যপাল জগদীপ ধনকড় ফের একবার পাহাড়ে আসতে পারেন ৷ তবে, তিনি পাহাড়ে না আসতে পারলে, সেক্ষেত্রে অনিত থাপা-সহ জিটিএ-এর বাকি সদস্যরা কলকাতায় রাজভবনে যেতে পারেন শপথ নিতে ৷ অন্যদিকে, জিটিএ নির্বাচনে গিদ্ধাপাহাড় এবং সিটং লাটপাঞ্চার আসন থেকে ভোটে লড়েছিলেন অনিত থাপা ৷ দু’টি আসনই তিনি জিতেছেন ৷ বিজিপিএম সূত্রে খবর, অনিত থাপা গিদ্ধাপাহাড়ের আসন থেকে ইস্তফা দেবেন ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.