Dilip Ghosh Criticises Shashi Panja : তৃণমূল পারলে আদালতের রায় নিজেরা লিখে বিচারপতিদের দিয়ে সই করিয়ে নিত, কটাক্ষ দিলীপের

By

Published : May 7, 2022, 10:57 AM IST

thumbnail
তৃণমূল পারলে আদালতের রায় নিজেরা লিখে বিচারপতিদের দিয়ে সই করিয়ে নিত ৷ কিন্তু, সেটা করা সম্ভব নয় বলেই চিকিৎসকদের অপমান করা হচ্ছে বলে চিৎকার করছেন তৃণমূলের নেতানেত্রীরা ৷ এভাবেই তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh Criticises Shashi Panja for her remarks about doctors being insulted) ৷ প্রসঙ্গত, কাশীপুরে মৃত বিজেপি কর্মীর দেহের ময়নাতদন্ত কমান্ড হাসপাতালে করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ যে ঘটনায় বিজেপির বিরুদ্ধে রাজ্যের চিকিৎসকদের অপমানিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন শশী পাঁজা ৷ যা নিয়ে দিলীপ ঘোষের অভিযোগ, চিকিৎসকদের অপমান নয় ৷ তৃণমূলের নেতাদের স্বার্থসিদ্ধি হচ্ছে না বলেই সমস্যা হচ্ছে ৷ তাঁর দাবি, আরজি করে ময়নাতদন্ত হলে ময়নাতদন্তের রিপোর্ট হয়তো তৃণমূলের নেতারা লিখে দিতেন ৷ আর তাতে চিকিৎসকের সই করিয়ে নিতেন ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.