Toll in Cash and Fast Tag : দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় ফাস্ট ট্যাগ ও নগদে টোল নেওয়ার অভিযোগ - দ্বিতীয় হুগলি সেতু
🎬 Watch Now: Feature Video
দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার দুর্নীতির অভিযোগে সরব গাড়ি চালকরা ৷ শনিবার নগদ ও ফাস্ট ট্যাগ থেকে টোল কাটার অভিযোগে সরব হন গাড়ি চালকরা ৷ অরিন্দম সামন্ত নামে এক গাড়ি মালিকের অভিযোগে, কয়েকদিন আগে তিনি টোল প্লাজা দিয়ে যাওয়ার সময় ফাস্ট ট্যাগ না-চালু হওয়ায় নগদে টোল ট্যাক্স দেন ৷ কিন্তু শুক্রবার রাতে তিনি ফাস্ট ট্যাগ থেকে টাকা কাটার মেসেজ পান ৷ এরপর শনিবার টোল প্লাজার কর্মীদের বিষয়টি জানালে কোনও সুরাহা হয়নি ৷ উপরন্তু টোল কর্মীরা জানান টাকা ব্যাঙ্ক থেকে কেটেছ তাই ব্যাঙ্কে যোগাযোগ করতে হবে ৷ তারপরেই বিক্ষোভ দেখান গাড়ি চালকরা ৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে (Complaint Of Cutting Toll in Cash And Fast Tag ) ৷
TAGGED:
দ্বিতীয় হুগলি সেতু