Viral Video ঘুমন্ত মহিলার উপর গোখরো, ঈশ্বর স্মরণে পালাল সাপ - দৃশ্যটি ক্যামেরা বন্দি করেছেন
🎬 Watch Now: Feature Video
সম্প্রতি সোশাল মিডিয়ায় (Social Media) একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তা দেখে অনেকেরই প্রশ্ন উঠবে এ কোনও অলৌকিক দৃশ্য না ভাগ্য ৷ ভিডিয়োটিতে দেখা যাচ্ছে এক ঘুমন্ত মহিলার উপর বসে রয়েছে একটি ছয় ফুট লম্বা গোখরো সাপ (Cobra Sitting on Sleeping Woman)। মহিলাটি হঠাৎই চোখ খুলে দেখতে পান ৷ এরপরই ভয়ে জেগে যান তিনি ৷ না নড়েচড়ে একমনে ভগবানের নাম জপ করতে থাকেন। আর তার ঠিকপরেই গোখরোটি মহিলাকে কিছু না করেই নীচে নেমে চলে যায়। আর এই দৃশ্যটি ক্যামেরা বন্দি করেছেন এক ব্যক্তি ৷ ঘটনাটি ঘটেছে কর্নাটকের কালাবুর্গি জেলার আফাজলপুর তালুকের মাল্লাবার গ্রামে (Cobra Sitting on Sleeping Woman)। ওই মহিলার নাম ভাগাম্মা বাদাদালা ৷ তিনি তার খামারের সোফায় ঘুমাচ্ছিলেন। সেইসময় ঘটেছে এই দৃশ্য ৷