আমাদের দেশের রাষ্ট্রপতি থেকে সাধারণ মানুষ প্রত্যেকের উপর নজর রাখছে চিন : অধীর - বাদল অধিবেশন 2020
🎬 Watch Now: Feature Video
রাজ্যসভার বাদল অধিবেশনে চিন নিয়ে মুখ খুললেন কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরি ৷ তিনি বলেন, "আমাদের দেশের রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী , সাংবাদিক, দেশের নাগরিক প্রত্যেকেই চিনের নজরে রয়েছেন ৷ আমি জানি না এর থেকে বেরোনোর কোনও রাস্তা আছে কি না? আমাদের দেশে কোরোনার সংক্রমণ চিন থেকে এসেছে ৷ লাদাখেও আক্রমণ করেছে চিন ৷ এখন ডিজিটাল আগ্রাসনও করছে তারা ৷ কিন্তু এরপরও আমাদের জাতীয় সুরক্ষা নেই ৷ ক্রমাগত নষ্ট হয়ে যাচ্ছে দেশের জাতীয় সুরক্ষা ৷ আমার IT মন্ত্রী কাছে অনুরোধ এই বিষয়ে আরও কড়া পদক্ষেপ করা উচিৎ ৷"