Purulia Road Accident : বেসরকারি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত বাসচালক, আহত 3 - Purulia Road Accident
🎬 Watch Now: Feature Video
পুরুলিয়ায় বেসরকারি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ ৷ দুর্ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বাসচালকের ৷ গুরুতর আহত অবস্থায় পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন বাসের খালাসি, লরির চালক ও খালাসি ৷ রবিবার পাহাড়গোড়া থেকে রঘুনাথপুর সড়কের ভালপাহাড়ি মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে । খালি বেসরকারি বাসটি রঘুনাথপুরে বিয়ে বাড়ির যাত্রী নামিয়ে পাহাড়গোড়ার ফিরছিল । সেই সময় কয়লা বোঝাই লরিটি পাহাড়গোড়ার দিক থেকে রঘুনাথপুর দিকে যাচ্ছিল । ভালপাহাড়ি মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাঁওতালডি থানার পুলিশ । আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ গাড়ি দু'টি উদ্ধারের কাজ শুরু করেছে পুলিশ (Purulia Road Accident News)।