Durga Puja Carnival: প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে বর্ধমান কার্নিভালের মঞ্চ ছাড়লেন পৌরসভার চেয়ারম্যান - বর্ধমান পৌরসভা
🎬 Watch Now: Feature Video
বর্ধমান শহরের 31টি পুজো কমিটিকে নিয়ে আয়োজিত হলেছিল দুর্গাপুজো কার্নিভাল (Durga Puja Carnival) ৷ বলিউড অভিনেতা চাংকি পাণ্ডে-সহ রাজ্যের মন্ত্রী, বিধায়ক, জেলাশাসক, পুলিশ সুপার এবং জেলা পরিষদের সভাধিপতিদের নিয়ে চলছিল অনুষ্ঠান ৷ সেই অনুষ্ঠানের মধ্যে জেলা প্রশাসনের বিরুদ্ধে খুব উগড়ে দিয়ে মঞ্চ ছাড়লেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার (Burdwan Municipal Chairman Paresh Sarkar) ৷ যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ যদিও, চেয়ারম্যানের দাবি তিনি মঞ্চ ছেড়ে কোথাও যাননি ৷ চা খেতে গিয়েছিলেন ৷ তাঁর অভিযোগ পৌরসভা কর্তৃপক্ষ গত দু’মাস ধরে পুজোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছে ৷ কিন্তু, কার্নিভালে পৌরসভাকে একবারের জন্যও ধন্যবাদ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি ৷ এর পরেই তিনি কার্নিভালের অনুষ্ঠান মঞ্চ ছেড়ে বেরিয়ে যান ৷