Boat Capsized: গিরিডির পঞ্চখেরো জলাধারে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ 8 - এক যাত্রী বোঝাই নৌকা ডুবে গিয়েছে
🎬 Watch Now: Feature Video
ঝাড়খণ্ডের গিরিডি জেলার অন্তর্গত ধানওয়ার ব্লক ৷ সেই ব্লকেরই গোরহান্দ ও কোডারমা সীমানায় অবস্থিত পঞ্চখেরো জলাধারে যাত্রীবোঝাই নৌকা ডুবে নিখোঁজ 8 (Boat Capsized in Giridih's Panchkharo Dam) ৷ দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি স্থানীয়রা নিখোঁজদের উদ্ধারে তৎপর হন ৷ স্থানীয়দের তৎপরতায় নৌকায় থাকা 10 জন যাত্রীর মধ্যে দু'জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকিরা এখনও নিখোঁজ ৷ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছয় ৷ নিখোঁজ যাত্রীদের খোঁজে তল্লাশি এখনও জারি রয়েছে ৷ সূত্রের খবর, নিখোঁজ হওয়া যাত্রীরা সকলেই ধানওয়ার এলাকারই বাসিন্দা ৷