খান, খুরেসি বা ওয়েইসি নয়, একুশে সরকার গড়বে বিজেপি : লকেট - লকেট চট্টোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় খান, খুরেসি, ওয়েইসিকে দিয়ে সরকার বানিয়েছেন
🎬 Watch Now: Feature Video
বিহারের সাফল্যের পর এবার বাংলার নির্বাচনকে পাখির চোখ করেছে মিম । আর আজ ফুরফুরা শরিফে আসেন আসাদুদ্দিন ওয়েইসি । এই নিয়ে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় খান, খুরেসি, ওয়েইসিকে দিয়ে সরকার বানিয়েছেন ৷ এই 30 শতাংশ ভোট নিয়ে কাদা ছোড়াছুড়ি, মারামারি চলছে ৷ কিন্তু এখন সেই ভোট অন্যের প্যকেটে চলে যাচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাব্যথার কারণ হয়ে যাচ্ছে ৷ তবে খান, খুরেসি বা ওয়েইসি সরকার গঠন করবে না ৷ 2021 সালে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে ৷’’