Durga Puja 2022: বিপ্লবী দুর্গোৎসব কমিটির মণ্ডপ সেজে উঠেছে চন্দননগরের 'লাইটিং'-এ - চন্দননগরের লাইটিংয়ে বিপ্লবী দুর্গোৎসব কমিটির মণ্ডপ
🎬 Watch Now: Feature Video
একশো আটটি শিবলিঙ্গ, আদিশক্তির আট রকমের রূপ দিয়ে এবার পুজো মণ্ডপ সাজিয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের (Durga Puja 2022) ঐতিহ্যবাহী দুর্গোৎসব কমিটি 'বিপ্লবী'। এবছর বিপ্লবী ক্লাবের দুর্গোৎসব 54তম বর্ষে পদার্পণ করল (Biplabi Durgotsav Committee Celebrates Durga Puja)। প্লাস্টিক বর্জনের প্রচারকে সামনে রেখে এবছর ক্লাবের মণ্ডপ তৈরি হয়েছে কাগজের থালা, বাটি, গ্লাস দিয়ে। রয়েছে জেলার নানান হস্তশিল্প, মৃৎশিল্প এবং কুটির শিল্পের সমাহারও। বহিরাংশ তৈরি করা হয়েছে বাঁশ ও বেতের কাজ দিয়ে। প্রতিমা এসেছে রায়গঞ্জের কুমোরটুলি থেকে ৷ চন্দননগরের সুদৃশ্য আলোকসজ্জায় সেজে উঠেছে দুর্গোৎসব কমিটি বিপ্লবী ৷ এবারের তাদের পুজোর বাজেট প্রায় 20 লক্ষ টাকার কাছাকাছি ৷